বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

করোনাকে ছক্কা মেরে মাঠের বাইরে পাঠাবেন শচিন: ওয়াসিম

sachin tendulkar wasim akram, rtv online

বাবলুর রহমান ## কয়েকদিন আগে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ বসেছিল ভারতের রায়পুরে। শচিন টেন্ডুলকার নেতৃত্বাধীন ইন্ডিয়া লিজেন্ডস এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। পাঁচ দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরই দ্য লিটল মাস্টার খ্যাত মহাতারকার শরীরে কোভিড নাইন্টিনের সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে শচিন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এমন সংবাদ শুনে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম সুস্থতা কামনা করেছেন।

 

১৯৮৯ সালে কিশোর শচিনের অভিষেক হয়েছিল পাকিস্তানের বিপক্ষেই। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ইমরান খান, আব্দুল কাদিররা ছিলেন সেসময়কার বিশ্বসেরা।

ক্রিকেটের মাঠে শচিন-ওয়াসিমরা ছিলেন চিরপ্রতিদ্বনদ্বী। তবে ২২ গজের বাইরে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

 

১০০ সেঞ্চুরির মালিকের সুস্থতা কামনা করে টুইট বার্তায় ওয়ানডেতে ৫০০ উইকেট শিকারি লিখেছেন, ‘মাত্র ১৬ বছর বয়সে বিশ্বের সেরা বোলিং আক্রমণকে (পাকিস্তান) শাসন করেছিলেন। আমি নিশ্চিত, সেভাবেই করোনাকে ছক্কা মেরে মাঠের বাইরে পাঠাবেন। দ্রুত সেরে উঠুন মাস্টার!’

 

এর আগে হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিজেই জানান শচিন। তিনি বলেন, ডাক্তারদের পরামর্শেই বড়কিছু ঘটার আগে সাবধানতা অবলম্বন করেই হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

এদিকে শচিন ছাড়াও রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নেয়াদের মধ্যে আক্রান্ত হয়েছেন ইরফান পাঠান, ইউসুফ পাঠান এবং সুব্রামনিয়াম বদ্রীনাথ।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

করোনাকে ছক্কা মেরে মাঠের বাইরে পাঠাবেন শচিন: ওয়াসিম

প্রকাশের সময় : ০৪:৪৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
বাবলুর রহমান ## কয়েকদিন আগে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ বসেছিল ভারতের রায়পুরে। শচিন টেন্ডুলকার নেতৃত্বাধীন ইন্ডিয়া লিজেন্ডস এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। পাঁচ দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরই দ্য লিটল মাস্টার খ্যাত মহাতারকার শরীরে কোভিড নাইন্টিনের সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে শচিন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এমন সংবাদ শুনে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম সুস্থতা কামনা করেছেন।

 

১৯৮৯ সালে কিশোর শচিনের অভিষেক হয়েছিল পাকিস্তানের বিপক্ষেই। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ইমরান খান, আব্দুল কাদিররা ছিলেন সেসময়কার বিশ্বসেরা।

ক্রিকেটের মাঠে শচিন-ওয়াসিমরা ছিলেন চিরপ্রতিদ্বনদ্বী। তবে ২২ গজের বাইরে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

 

১০০ সেঞ্চুরির মালিকের সুস্থতা কামনা করে টুইট বার্তায় ওয়ানডেতে ৫০০ উইকেট শিকারি লিখেছেন, ‘মাত্র ১৬ বছর বয়সে বিশ্বের সেরা বোলিং আক্রমণকে (পাকিস্তান) শাসন করেছিলেন। আমি নিশ্চিত, সেভাবেই করোনাকে ছক্কা মেরে মাঠের বাইরে পাঠাবেন। দ্রুত সেরে উঠুন মাস্টার!’

 

এর আগে হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিজেই জানান শচিন। তিনি বলেন, ডাক্তারদের পরামর্শেই বড়কিছু ঘটার আগে সাবধানতা অবলম্বন করেই হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

এদিকে শচিন ছাড়াও রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নেয়াদের মধ্যে আক্রান্ত হয়েছেন ইরফান পাঠান, ইউসুফ পাঠান এবং সুব্রামনিয়াম বদ্রীনাথ।