শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কলারোয়ার চন্দনপুরে করোনা আক্রান্ত  রোগী শনাক্ত

আতাউর রহমান: সাতক্ষীরা ব্যুরো ## কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন প্রায় একবছরের মাথায় আবারও এক  প্রথম করোনা আক্রান্ত  রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত রোগীর বাড়ি উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভাদ্রপুর গ্রামের ওমর আলি সরদারে স্ত্রী জাহানারা খাতিন (৫৫)
স্বাস্থ্য কমপ্লেক্স  ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সূত্রে যানাযায়, আক্রান্ত ব্যক্তি  জাহানারা খাতুন গত ১৫ দিন আগে  অসুস্থ হলে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে ঢাকতে নিয়ে যায়  ঢাকা থেকে চিকিৎসা শেষে তার শারীর অবস্থা আরো অবনতি হলে চলতি মাসে ৭ তারিখে তার নমুনা পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে পরীক্ষার জন্য দিলে  ৮ তারিখে   রিপোর্ট আসে করোনা পজিটিভ।
ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি  খবর পেয়ে জাহানারার বাড়িতে যায় এবং সেখানে মানুষের সাথে কথা বলেন। সবাইকে সাবধনতা অবলন্বন করার ব পাশাপাশি ভীতু না হয়ে  সব।সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাচলের নির্দেশনা দেন। এছাড়া তার  তার বাড়ি সহ আশ পাশের কয়কটি বাড়ি লগডাউন করা দেন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

কলারোয়ার চন্দনপুরে করোনা আক্রান্ত  রোগী শনাক্ত

প্রকাশের সময় : ০৭:১৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
আতাউর রহমান: সাতক্ষীরা ব্যুরো ## কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন প্রায় একবছরের মাথায় আবারও এক  প্রথম করোনা আক্রান্ত  রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত রোগীর বাড়ি উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভাদ্রপুর গ্রামের ওমর আলি সরদারে স্ত্রী জাহানারা খাতিন (৫৫)
স্বাস্থ্য কমপ্লেক্স  ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সূত্রে যানাযায়, আক্রান্ত ব্যক্তি  জাহানারা খাতুন গত ১৫ দিন আগে  অসুস্থ হলে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে ঢাকতে নিয়ে যায়  ঢাকা থেকে চিকিৎসা শেষে তার শারীর অবস্থা আরো অবনতি হলে চলতি মাসে ৭ তারিখে তার নমুনা পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে পরীক্ষার জন্য দিলে  ৮ তারিখে   রিপোর্ট আসে করোনা পজিটিভ।
ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি  খবর পেয়ে জাহানারার বাড়িতে যায় এবং সেখানে মানুষের সাথে কথা বলেন। সবাইকে সাবধনতা অবলন্বন করার ব পাশাপাশি ভীতু না হয়ে  সব।সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাচলের নির্দেশনা দেন। এছাড়া তার  তার বাড়ি সহ আশ পাশের কয়কটি বাড়ি লগডাউন করা দেন।