শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন ব্যবস্থা আরও দুর্বল করার চেষ্টা করছে ইসি :মির্জা ফখরুল

হাফিজুর রহমান #

নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনী আইন সংশোধনের নামে দেশের ‘ইতিমধ্যে বিধ্বস্ত’ নির্বাচন প্রক্রিয়া আরও দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য তিনি এ অভিযোগ করেন।ফখরুল বলেন, কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে তিন বছর পেরিয়ে গেছে। এই সময়কালে কমিশন একটি সুষ্ঠু নির্বাচনও করতে পারেনি। এমন পরিস্থিতিতে তারা নির্বাচনী আইন সংশোধন করার নামে নির্বাচনী প্রক্রিয়া আরও দুর্বল করার কু-প্রচেষ্টা করছে যা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়।

রাজনৈতিক দলের নিবন্ধন আইন, স্থানীয় সরকার নির্বাচন আইন-২০২০ এবং আরপিও সংশোধন’ করার ইসির পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এই পদক্ষেপটি অস্বাভাবিক, অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য, যা বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলো প্রত্যাখ্যান করেছে।

করোনা মহামারি বাংলাদেশসহ সারা বিশ্বে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করেছে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, জনজীবনে এখনও স্বাভাবিকতা ফিরে আসেনি। বরং পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। এ ধরনের পরিস্থিতিতে জাতীয় গুরুত্বের বিষয় নিয়ে যেকোনো নতুন সিদ্ধান্ত সম্পূর্ণ অপ্রত্যাশিত।

ফখরুল বলেন, দেশের মানুষ এবং যেসকল রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করে, ইসির নির্বাচনী ব্যবস্থার প্রতি তাদের এখন ন্যূনতম শ্রদ্ধা নেই। ‘আমরা বলতে চাই, এই নির্বাচন কমিশন বিলুপ্ত করা উচিত। নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে,’ বলেন তিনি।

বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে ‘গণআন্দোলনের’ বিকল্প নেই উল্লেখ করে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

নির্বাচন ব্যবস্থা আরও দুর্বল করার চেষ্টা করছে ইসি :মির্জা ফখরুল

প্রকাশের সময় : ১০:৩৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০

হাফিজুর রহমান #

নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনী আইন সংশোধনের নামে দেশের ‘ইতিমধ্যে বিধ্বস্ত’ নির্বাচন প্রক্রিয়া আরও দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য তিনি এ অভিযোগ করেন।ফখরুল বলেন, কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে তিন বছর পেরিয়ে গেছে। এই সময়কালে কমিশন একটি সুষ্ঠু নির্বাচনও করতে পারেনি। এমন পরিস্থিতিতে তারা নির্বাচনী আইন সংশোধন করার নামে নির্বাচনী প্রক্রিয়া আরও দুর্বল করার কু-প্রচেষ্টা করছে যা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়।

রাজনৈতিক দলের নিবন্ধন আইন, স্থানীয় সরকার নির্বাচন আইন-২০২০ এবং আরপিও সংশোধন’ করার ইসির পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এই পদক্ষেপটি অস্বাভাবিক, অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য, যা বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলো প্রত্যাখ্যান করেছে।

করোনা মহামারি বাংলাদেশসহ সারা বিশ্বে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করেছে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, জনজীবনে এখনও স্বাভাবিকতা ফিরে আসেনি। বরং পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। এ ধরনের পরিস্থিতিতে জাতীয় গুরুত্বের বিষয় নিয়ে যেকোনো নতুন সিদ্ধান্ত সম্পূর্ণ অপ্রত্যাশিত।

ফখরুল বলেন, দেশের মানুষ এবং যেসকল রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করে, ইসির নির্বাচনী ব্যবস্থার প্রতি তাদের এখন ন্যূনতম শ্রদ্ধা নেই। ‘আমরা বলতে চাই, এই নির্বাচন কমিশন বিলুপ্ত করা উচিত। নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে,’ বলেন তিনি।

বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে ‘গণআন্দোলনের’ বিকল্প নেই উল্লেখ করে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।