বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাকালীন বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে –নাবিল আহমেদ

যশোর ব্যুরো ##  যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, গত ১২ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। অর্থনীতির ৫৪টি সূচকে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ২০তম। করোনাকালীন সময়েও বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে। সবকিছু ঠিকঠাকভাবে চলছে, কারণ আমাদের নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদ মাঠে সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

আরবপুর ইউনিয়ন যুবলীগ আয়োজনে সংগঠনের আহবায়ক খন্দকার ফারুক আহমেদ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী মানুষের জীবন-জীবিকা নিশ্চিত করতে পরিশ্রম করে যাচ্ছেন। এজন্য গ্রামীণ অবকাঠামোর দিকে তার বিশেষ নজর রয়েছে। দেশের উন্নয়নের জন্য এই মুহুর্তে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই উন্নয়নের ধারা ধরে রাখতে আমাদের শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতেই হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা। উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন খান, লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু, আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মীর আরশাদ আলী রহমান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, জেলা যুবলীগের পাঠচক্র সম্পাদক আলাদ্দিন মুকুল, শহর যুবলীগের আহবায়ক মাহামুদুল হাসান মিলু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার ও যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মীর ফিরোজ ও মিজানুর রহমান সরদার।

এর আগে কাজী নাবিল আহমেদ তার নিজ বাসভবনে জেলা যুবমহিলা লীগের আয়োজনে কম্বল বিতরণ করেন। সংগঠনের জেলা সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু, জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক আকলিমা খাতুন লাকি।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু।

দুপুরে বঙ্গবন্ধু মুর‌্যালে প্রধান অতিথি হিসেবে কাজী নাবিল আহমেদ জেলা ও যবিপ্রবি ছাত্রলীগের ব্ল্যাডব্যাংক কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শহর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রেজোওয়ান হোসেন মিথুন, এমএম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কায়েস আহমেদ রিমু, যবিপ্রবি ছাত্রলীগের শেখ হাসিনা হল শাখার সভাপতি শিলা আক্তার, সদর উপজেলা ছাত্রলীগের সদস্য রুহুল কুদ্দুস, শহর ছাত্রলীগের সদস্য তছিকুর রহমান রাসেল, শামীম আহমেদ, ছাত্রলীগনেতা জাকির হোসেন জুম্মান, মফিজুর রহমান স্বাধীন, রাফায়েত রিওন, ইনতিসাদজ্জামান শিহাব প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাকালীন বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে –নাবিল আহমেদ

প্রকাশের সময় : ১০:০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১

যশোর ব্যুরো ##  যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, গত ১২ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। অর্থনীতির ৫৪টি সূচকে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ২০তম। করোনাকালীন সময়েও বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে। সবকিছু ঠিকঠাকভাবে চলছে, কারণ আমাদের নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদ মাঠে সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

আরবপুর ইউনিয়ন যুবলীগ আয়োজনে সংগঠনের আহবায়ক খন্দকার ফারুক আহমেদ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী মানুষের জীবন-জীবিকা নিশ্চিত করতে পরিশ্রম করে যাচ্ছেন। এজন্য গ্রামীণ অবকাঠামোর দিকে তার বিশেষ নজর রয়েছে। দেশের উন্নয়নের জন্য এই মুহুর্তে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই উন্নয়নের ধারা ধরে রাখতে আমাদের শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতেই হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা। উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন খান, লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু, আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মীর আরশাদ আলী রহমান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, জেলা যুবলীগের পাঠচক্র সম্পাদক আলাদ্দিন মুকুল, শহর যুবলীগের আহবায়ক মাহামুদুল হাসান মিলু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার ও যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মীর ফিরোজ ও মিজানুর রহমান সরদার।

এর আগে কাজী নাবিল আহমেদ তার নিজ বাসভবনে জেলা যুবমহিলা লীগের আয়োজনে কম্বল বিতরণ করেন। সংগঠনের জেলা সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু, জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক আকলিমা খাতুন লাকি।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু।

দুপুরে বঙ্গবন্ধু মুর‌্যালে প্রধান অতিথি হিসেবে কাজী নাবিল আহমেদ জেলা ও যবিপ্রবি ছাত্রলীগের ব্ল্যাডব্যাংক কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শহর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রেজোওয়ান হোসেন মিথুন, এমএম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কায়েস আহমেদ রিমু, যবিপ্রবি ছাত্রলীগের শেখ হাসিনা হল শাখার সভাপতি শিলা আক্তার, সদর উপজেলা ছাত্রলীগের সদস্য রুহুল কুদ্দুস, শহর ছাত্রলীগের সদস্য তছিকুর রহমান রাসেল, শামীম আহমেদ, ছাত্রলীগনেতা জাকির হোসেন জুম্মান, মফিজুর রহমান স্বাধীন, রাফায়েত রিওন, ইনতিসাদজ্জামান শিহাব প্রমুখ।