শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোল কাস্টমসে নিয়োগ পরীক্ষা স্থগিত

মাহবুবুল আলম টুটুল :=

বেনাপোল কাস্টমস হাউসে নিয়োগ’র ২৯ নভেম্বরের লিখিত  পরীক্ষা স্থগিত করা হয়েছে।সোমবার (২৫ নভেম্বর) সকালে বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী পরীক্ষা স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডেপুটি কমিশনার ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব এসএম শামিমুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আগামী ২৯ নভেম্বরের কাস্টমস হাউস বেনাপোলের তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে বিভিন্ন পদে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ পরীক্ষা পুনরায় অনুষ্ঠানের তারিখ ও সময় নির্ধারণ করে কাস্টমস হাউস বেনাপোলের ওয়েব সাইটে (www.bch.gov.bd) এবং বিভিন্ন জাতীয় দৈনিক ও ফেসবুকে জানিয়ে দেওয়া হবে।

জানা যায়, কাস্টমস হাউসের বিভিন্ন পদে ৯৪ জনকে নিয়োগের জন্য তিন বছর আগে দরখাস্ত আহ্বান করা হয়। এতে আবেদন পড়ে প্রায় ৬৪ হাজার। গত ২৩ নভেম্বর শারীরিক পরীক্ষার দিন ছিল। এদিন বেনাপোল কাস্টমসে পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হন ২৭ হাজার ৯৬ জন পরীক্ষার্থী।

উল্লেখ্য, বেনাপোল কাস্টমস হাউজ সুত্রে জানা যায়, গত শুক্রবার (২২ নভেম্বর) ও শনিবার (২৩ নভেম্বর) কাস্টমস হাউজ বেনাপোলে শারীরিক পরীক্ষায় উপস্থিত ছিলেন, ৭৯৬২ জন পরীক্ষার্থী। আর তার মধ্যে উত্তীর্ণ হয় ৬৭৩৫ জন পরীক্ষার্থী। অনুত্তীর্ণ ১২২৭পরীক্ষার্থী। কাস্টমস হাউজ বেনাপোলে সিপাই পদের সংখ্যা ৫৬ টি। যায় বিপরীতে মোট আবেদন জমা পড়ে ৩২৯৫২ টি। আর প্রবেশপত্র ইস্যু করা হয় ২৭০৯৭ টি।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

বেনাপোল কাস্টমসে নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রকাশের সময় : ০৯:৩৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
মাহবুবুল আলম টুটুল :=

বেনাপোল কাস্টমস হাউসে নিয়োগ’র ২৯ নভেম্বরের লিখিত  পরীক্ষা স্থগিত করা হয়েছে।সোমবার (২৫ নভেম্বর) সকালে বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী পরীক্ষা স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডেপুটি কমিশনার ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব এসএম শামিমুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আগামী ২৯ নভেম্বরের কাস্টমস হাউস বেনাপোলের তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে বিভিন্ন পদে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ পরীক্ষা পুনরায় অনুষ্ঠানের তারিখ ও সময় নির্ধারণ করে কাস্টমস হাউস বেনাপোলের ওয়েব সাইটে (www.bch.gov.bd) এবং বিভিন্ন জাতীয় দৈনিক ও ফেসবুকে জানিয়ে দেওয়া হবে।

জানা যায়, কাস্টমস হাউসের বিভিন্ন পদে ৯৪ জনকে নিয়োগের জন্য তিন বছর আগে দরখাস্ত আহ্বান করা হয়। এতে আবেদন পড়ে প্রায় ৬৪ হাজার। গত ২৩ নভেম্বর শারীরিক পরীক্ষার দিন ছিল। এদিন বেনাপোল কাস্টমসে পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হন ২৭ হাজার ৯৬ জন পরীক্ষার্থী।

উল্লেখ্য, বেনাপোল কাস্টমস হাউজ সুত্রে জানা যায়, গত শুক্রবার (২২ নভেম্বর) ও শনিবার (২৩ নভেম্বর) কাস্টমস হাউজ বেনাপোলে শারীরিক পরীক্ষায় উপস্থিত ছিলেন, ৭৯৬২ জন পরীক্ষার্থী। আর তার মধ্যে উত্তীর্ণ হয় ৬৭৩৫ জন পরীক্ষার্থী। অনুত্তীর্ণ ১২২৭পরীক্ষার্থী। কাস্টমস হাউজ বেনাপোলে সিপাই পদের সংখ্যা ৫৬ টি। যায় বিপরীতে মোট আবেদন জমা পড়ে ৩২৯৫২ টি। আর প্রবেশপত্র ইস্যু করা হয় ২৭০৯৭ টি।