শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় জর্দ্দাসহ নারী চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব

হাসানুল বান্না নয়ন ## যশোরে র‌্যাবের অভিযানে হাসিনা বেগম (৫৭) নামে এক নারীকে বিপুল পরিমাণ ভারতীয় জর্দ্দা সহ গ্রেফতার করা হয়েছে৷

বুধবার রাতে যশোর শহরের রেল বাজার এলাকা থেকে ভারতীয় জর্দ্দা-২ হাজার ৯শ ৩২ কৌটা, ১টি মোবাইল, ১টি সিমকার্ডসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব৷

এক প্রেস বিজ্ঞপ্তিতে লে. এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন কোম্পানি কমান্ডার র‌্যাব-৬, সিপিসি -৩, যশোর এ তথ্য নিশ্চিত করেন৷

গ্রেফতার আসামী হলেন, খুলনা জেলার খালিশপুর থানার গোয়ালখালি গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী৷

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন জানান, বুধবার রাত শোয়া নয়টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর পৌরসভার রেল বাজার এলাকার মেসার্স বুশরা কসমেটিকস দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে ২ হাজার ৯শ ৩২ কৌটা ভারতীয় জদ্দা, ১টি মোবাইল, ১টি সিমকার্ডসহ ওই নারীকে গ্রেফতার করা হয়৷ উদ্ধার কৃৃৃত আলামতসহ যশোর কোতয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আসামী হস্তান্তর করা হয়৷

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

ভারতীয় জর্দ্দাসহ নারী চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব

প্রকাশের সময় : ০৭:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১

হাসানুল বান্না নয়ন ## যশোরে র‌্যাবের অভিযানে হাসিনা বেগম (৫৭) নামে এক নারীকে বিপুল পরিমাণ ভারতীয় জর্দ্দা সহ গ্রেফতার করা হয়েছে৷

বুধবার রাতে যশোর শহরের রেল বাজার এলাকা থেকে ভারতীয় জর্দ্দা-২ হাজার ৯শ ৩২ কৌটা, ১টি মোবাইল, ১টি সিমকার্ডসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব৷

এক প্রেস বিজ্ঞপ্তিতে লে. এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন কোম্পানি কমান্ডার র‌্যাব-৬, সিপিসি -৩, যশোর এ তথ্য নিশ্চিত করেন৷

গ্রেফতার আসামী হলেন, খুলনা জেলার খালিশপুর থানার গোয়ালখালি গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী৷

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন জানান, বুধবার রাত শোয়া নয়টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর পৌরসভার রেল বাজার এলাকার মেসার্স বুশরা কসমেটিকস দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে ২ হাজার ৯শ ৩২ কৌটা ভারতীয় জদ্দা, ১টি মোবাইল, ১টি সিমকার্ডসহ ওই নারীকে গ্রেফতার করা হয়৷ উদ্ধার কৃৃৃত আলামতসহ যশোর কোতয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আসামী হস্তান্তর করা হয়৷