বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মুসলিমদের ফাঁসিয়েছেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক ## মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুসলিমদের ফাঁসিয়েছেন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় রাজনীতিক পীরাজাদা আব্বাস সিদ্দিকি।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক জনসভায় গতকাল বুধবার সংযুক্ত মোর্চার অন্যতম শরিক নেতা আব্বাস মমতাকে ইঙ্গিত করে বলেন, ‘কোথাও কিছু নেই- মহরমে দুর্গাপূজার বিসর্জন বন্ধ করে দিল। কোনো মুসলমান বলেছিল তোমাকে মহরমে বিসর্জন বন্ধ করতে? কে তুমি; বিভাজনের বীজ পুঁতলে? কেন তুমি সমাজে ফাঁসিয়ে দিলে মুসলমানদের? তোমার এই নাটকবাজির জবাব আমরা দেব।’

 

ওই জনসভায় আব্বাস আরও বলেন, পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জীই ক্ষমতায় এসে ইমাম ভাতা চালু করলেন। তাতে আমাদের হিন্দু ভাইয়েরা মনে করলেন মমতা শুধু মুসলমানদের হয়ে গেছেন। মমতা খাতুন হয়ে গেছেন। তাতে সমাজে সাম্প্রদায়িক পরিবেশ তৈরি তো হলো।

 

এরপর মমতাকে কটাক্ষ করে আব্বাস বলেন, ‘কিন্তু ওসব করে মুসলমানদের লাভের লাভ কী হল? ইমামের ঘরে ছেলেমেয়েরা কি চাকির পেল? মুসলমানদের ঘরের ছেলেমেয়েদের শিক্ষায়, কর্মসংস্থানে সুবিধা হল? হল না। শুধু বোকা বানাল।’ টেলিগ্রাফ

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

মুসলিমদের ফাঁসিয়েছেন মমতা

প্রকাশের সময় : ০৬:০০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১

আন্তর্জাতিক ডেস্ক ## মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুসলিমদের ফাঁসিয়েছেন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় রাজনীতিক পীরাজাদা আব্বাস সিদ্দিকি।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক জনসভায় গতকাল বুধবার সংযুক্ত মোর্চার অন্যতম শরিক নেতা আব্বাস মমতাকে ইঙ্গিত করে বলেন, ‘কোথাও কিছু নেই- মহরমে দুর্গাপূজার বিসর্জন বন্ধ করে দিল। কোনো মুসলমান বলেছিল তোমাকে মহরমে বিসর্জন বন্ধ করতে? কে তুমি; বিভাজনের বীজ পুঁতলে? কেন তুমি সমাজে ফাঁসিয়ে দিলে মুসলমানদের? তোমার এই নাটকবাজির জবাব আমরা দেব।’

 

ওই জনসভায় আব্বাস আরও বলেন, পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জীই ক্ষমতায় এসে ইমাম ভাতা চালু করলেন। তাতে আমাদের হিন্দু ভাইয়েরা মনে করলেন মমতা শুধু মুসলমানদের হয়ে গেছেন। মমতা খাতুন হয়ে গেছেন। তাতে সমাজে সাম্প্রদায়িক পরিবেশ তৈরি তো হলো।

 

এরপর মমতাকে কটাক্ষ করে আব্বাস বলেন, ‘কিন্তু ওসব করে মুসলমানদের লাভের লাভ কী হল? ইমামের ঘরে ছেলেমেয়েরা কি চাকির পেল? মুসলমানদের ঘরের ছেলেমেয়েদের শিক্ষায়, কর্মসংস্থানে সুবিধা হল? হল না। শুধু বোকা বানাল।’ টেলিগ্রাফ