বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

লা লিগার নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ

Real Madrid's Spanish defender Sergio Ramos (3L) celebrates with teammates after scoring during the Spanish league football match Real Betis against Real Madrid CF at the Benito Villamarin stadium in Seville on September 26, 2020. (Photo by JORGE GUERRERO / AFP)

দেবুল কুমার দাস #

লা লিগার নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। পাঁচ গোলের তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে রিয়াল বেতিসকে হারিয়েছে জিনেদিন জিদানের দল। অবশ্য ম্যাচটিতে জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং (ভিএআর) বিতর্ক।

শনিবার রাতে প্রতিপক্ষের ম্যাচে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটিতে রিয়ালকে ৩-২ ব্যবধানে হারায় রিয়াল। ম্যাচের শুরুতে ফেদেরিকো ভালভেরদে জালের দেখা পাওয়ার দ্বিতীয়ার্ধে আত্মঘাতী থেকে একটি গোল পায় দলটি। শেষ দিকে ভিএআর দেখে বিতর্কিত পেনাল্টি থেকে সের্হিও রামোস গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে গত আসরের চ্যাম্পিয়নরা।

উরুগুয়ান মিডফিল্ডার ফেদেরিকোর গোলে ম্যাচের চতুর্দশ মিনিটে রিয়াল। কিন্তু ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেননি দলটি। ৩৫তম মিনিটে আলজেরিয়ান মিডফিল্ডার আইসা মাদি’র হেডে সমতা ফেরায় বেতিস। এর দুই মিনিটের মধ্যে স্বাগতিকদের এগিয়ে নেন পর্তুগিজ মিডফিল্ডার উইলিয়াম কাভালহো।

২-১ গোলে পিছিয়ে বিরতিতে যাওয়া রিয়াল সমতায় ফেরে ম্যাচের ৪৮ তম মিনিটে। বল রুখতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন বেতিসের ব্রাজিলিয়ান রাইট-ব্যাক এমারসন।

ম্যাচের ৬৭তম মিনিটে রিয়াল মিডফিল্ডার লুকা মদ্রিচকে ফাউল করলে ভিএআর দেখে এমারসনকে রেফারি লালকার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল।

ম্যাচের ৮২তম মিনিটে পেনাল্টি থেকে অতিথি দলের হয়ে জয়সূচক গোল করেন রামোস। ডি-বক্সে বেতিসের খেলোয়াড় মার্ক বাত্রার হাতে বল লাগলে দীর্ঘক্ষণ ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সুযোগটি হাত ছাড়া করেননি রিয়াল অধিনায়ক।

রেফারির এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা গেছে, মূলত রিয়াল স্ট্রাইকার বোরহা মায়োরালের ধাক্কাতেই বাত্রার হাতে বলের স্পর্শ লাগে।চলতি লিগে দুই ম্যাচের মধ্যে এটা রিয়ালের প্রথম জয়। গত সপ্তাহে প্রথম ম্যাচে রিয়াল বায়োদলিদের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। বেতিসের বিপক্ষে আগের তিন ম্যাচে দুটিতে হেরেছিল রিয়াল, অন্যটি ড্র হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

লা লিগার নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ

প্রকাশের সময় : ০৬:৫৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০

দেবুল কুমার দাস #

লা লিগার নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। পাঁচ গোলের তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে রিয়াল বেতিসকে হারিয়েছে জিনেদিন জিদানের দল। অবশ্য ম্যাচটিতে জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং (ভিএআর) বিতর্ক।

শনিবার রাতে প্রতিপক্ষের ম্যাচে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটিতে রিয়ালকে ৩-২ ব্যবধানে হারায় রিয়াল। ম্যাচের শুরুতে ফেদেরিকো ভালভেরদে জালের দেখা পাওয়ার দ্বিতীয়ার্ধে আত্মঘাতী থেকে একটি গোল পায় দলটি। শেষ দিকে ভিএআর দেখে বিতর্কিত পেনাল্টি থেকে সের্হিও রামোস গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে গত আসরের চ্যাম্পিয়নরা।

উরুগুয়ান মিডফিল্ডার ফেদেরিকোর গোলে ম্যাচের চতুর্দশ মিনিটে রিয়াল। কিন্তু ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেননি দলটি। ৩৫তম মিনিটে আলজেরিয়ান মিডফিল্ডার আইসা মাদি’র হেডে সমতা ফেরায় বেতিস। এর দুই মিনিটের মধ্যে স্বাগতিকদের এগিয়ে নেন পর্তুগিজ মিডফিল্ডার উইলিয়াম কাভালহো।

২-১ গোলে পিছিয়ে বিরতিতে যাওয়া রিয়াল সমতায় ফেরে ম্যাচের ৪৮ তম মিনিটে। বল রুখতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন বেতিসের ব্রাজিলিয়ান রাইট-ব্যাক এমারসন।

ম্যাচের ৬৭তম মিনিটে রিয়াল মিডফিল্ডার লুকা মদ্রিচকে ফাউল করলে ভিএআর দেখে এমারসনকে রেফারি লালকার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল।

ম্যাচের ৮২তম মিনিটে পেনাল্টি থেকে অতিথি দলের হয়ে জয়সূচক গোল করেন রামোস। ডি-বক্সে বেতিসের খেলোয়াড় মার্ক বাত্রার হাতে বল লাগলে দীর্ঘক্ষণ ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সুযোগটি হাত ছাড়া করেননি রিয়াল অধিনায়ক।

রেফারির এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা গেছে, মূলত রিয়াল স্ট্রাইকার বোরহা মায়োরালের ধাক্কাতেই বাত্রার হাতে বলের স্পর্শ লাগে।চলতি লিগে দুই ম্যাচের মধ্যে এটা রিয়ালের প্রথম জয়। গত সপ্তাহে প্রথম ম্যাচে রিয়াল বায়োদলিদের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। বেতিসের বিপক্ষে আগের তিন ম্যাচে দুটিতে হেরেছিল রিয়াল, অন্যটি ড্র হয়েছিল।