শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শূন্য রানের রেকর্ড মেন্ডিসের

সাজ্জাদুল ইসলাম সৌরভ ## দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে বেশ চাপের মধ্যে পড়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। আজ সকালে দলের হয়ে ব্যাট করতে আসা কুশাল মেন্ডস সাজঘরে ফেরেন শূন্য রানেই। আর তাতেই টেস্টে টানা চার ইনিংসে শূন্যরানে আউট হওয়ার রেকর্ড গড়ে ফেলেন।

দলীয় মাত্র ১৬ রানে ওপেনার লাহিরু থিরিমান্নে প্যাভিলিয়নে ফিরলে দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসেন কুশাল মেন্ডিজ। কিন্তু ক্রিজে এসে নিজের জাত চেনাতে ব্যর্থ হন এই লঙ্কান ব্যাটসম্যান। স্টুয়ার্ট ব্রডের বলে কোনো রান না করেই আউট হন।

এর আগে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে ১২ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে বিদায় নেন শূন্য রানে। এরপর জোহানেসবার্গ টেস্টে দুই ইনিংসে ফেরেন শূন্য রানে।

শ্রীলঙ্কার হয়ে টানা চার ইনিংসে শূন্য রানের তিক্ত স্বাদ পেয়েছেন আর কেবল দুই ক্রিকেটার। ১৯৮৬ থেকে ১৯৮৮ পর্যন্ত চার ইনিংসে শূন্যতে ফিরেছিলেন কিপার-ব্যাটসম্যান গাই ডি আলউইস। পেসার নুয়ান প্রদিপের এই অভিজ্ঞতা হয়েছে দুই দফায়। প্রথমবার ২০১৫ সালে, পরেরটি ২০১৭ সালে।

সব দেশ মিলিয়ে অবশ্য টানা চার ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন আরও মোট ২৩ ক্রিকেটার।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

শূন্য রানের রেকর্ড মেন্ডিসের

প্রকাশের সময় : ০২:০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১

সাজ্জাদুল ইসলাম সৌরভ ## দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে বেশ চাপের মধ্যে পড়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। আজ সকালে দলের হয়ে ব্যাট করতে আসা কুশাল মেন্ডস সাজঘরে ফেরেন শূন্য রানেই। আর তাতেই টেস্টে টানা চার ইনিংসে শূন্যরানে আউট হওয়ার রেকর্ড গড়ে ফেলেন।

দলীয় মাত্র ১৬ রানে ওপেনার লাহিরু থিরিমান্নে প্যাভিলিয়নে ফিরলে দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসেন কুশাল মেন্ডিজ। কিন্তু ক্রিজে এসে নিজের জাত চেনাতে ব্যর্থ হন এই লঙ্কান ব্যাটসম্যান। স্টুয়ার্ট ব্রডের বলে কোনো রান না করেই আউট হন।

এর আগে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে ১২ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে বিদায় নেন শূন্য রানে। এরপর জোহানেসবার্গ টেস্টে দুই ইনিংসে ফেরেন শূন্য রানে।

শ্রীলঙ্কার হয়ে টানা চার ইনিংসে শূন্য রানের তিক্ত স্বাদ পেয়েছেন আর কেবল দুই ক্রিকেটার। ১৯৮৬ থেকে ১৯৮৮ পর্যন্ত চার ইনিংসে শূন্যতে ফিরেছিলেন কিপার-ব্যাটসম্যান গাই ডি আলউইস। পেসার নুয়ান প্রদিপের এই অভিজ্ঞতা হয়েছে দুই দফায়। প্রথমবার ২০১৫ সালে, পরেরটি ২০১৭ সালে।

সব দেশ মিলিয়ে অবশ্য টানা চার ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন আরও মোট ২৩ ক্রিকেটার।