বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সম্পর্কের ভিত বিশ্বাস, কীভাবে গড়ে তুলবেন

লাইফস্টাইল ডেস্ক ## মানুষ সামাজিক জীব। যে কোনো প্রকারেই সে এক থাকতে পারে না। আর এই সঙ্গে থাকার চাহিদা থেকেই সে একের পর এক সম্পর্কে জড়ায়। অনেকের মধ্যেই সম্পর্কে বিশ্বাস-অবিশ্বাসের একটা গোপন খেলা চলতে থাকে। সেটা একেবারেই ভুল। সম্পর্কে বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক বেঁচে থেকেও লাভ নেই কোনো। সেটাকে বাড়তে দিলেই মুশকিল আসে একের পর এক। অনেকে হয়ত চিন্তা করতে থাকেন যে কী করে তিনি বুঝবেন যে অন্য মানুষটি তার বিশ্বাস ভাঙবে কী না। একটা সূক্ষ্ম লাইন রয়েছে বিশ্বাস ও সন্দেহের মধ্যে। আপনাকে সেই লাইনটাই নিয়ন্ত্রণ করতে হবে।

আপনি আপনার পছন্দের মানুষটির সাথে সবে একটা সম্পর্কে এগিয়েছেন। আপনারা ভালো স্বপ্ন দেখছেন কিন্তু একটা প্রশ্ন বারবার দুজনকেই নাড়া দেবে যে সামনের মানুষটি কতটা খাঁটি? সেখানে কিন্তু আপনারও একটা বড় কর্তব্য থেকে যায় নিজের বিশ্বাসের জায়গাটা নিজে তৈরি করার ব্যাপারে। কিছু ছোট ব্যাপার মাথায় রাখুন আপনারা। তাহলেই সম্পর্ক নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে বসতে হবে না।

১. খোলাখুলিভাবে কথা বলুন দুজন দুজনের সঙ্গে। আপনারা একে অপরকে “মি টাইম”- এর ব্যাপারে বোঝান। অন্যের সঙ্গে সঙ্গীর তুলনা করা বন্ধ করুন। পার্টনারকে দোষারোপ করবেন না সব ব্যাপারে।

২. সমস্যার সমাধান আপনারা একসাথে করুন এবং ঝগড়া হলে একে অন্যকে ক্ষমা করে দেওয়ার বিষয়টি ভাবুন।

৩. নিয়মিত কথাবার্তা বজায় রাখুন নিজেদের মধ্যে। নিজেদের ভালো লাগা বা খারাপ লাগাগুলি সরাসরি বলুন একে অপরকে যাতে পরে সেটা নিয়ে সমস্যা না হয়।

৪. একে অন্যের কথা মন দিয়ে শোনার অভ্যেস করুন। সঙ্গীর ব্যাপারে অন্য কেউ কোনো খারাপ কথা বললে বা অভিযোগ করলে সেটাকেই সত্যি বলে ভেবে নেবেন না।

৫. একে অপরকে দেওয়া কথা রাখতে শিখুন। যে কথা রাখতে পারবেন না সেটা নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না।

৬. বিল শেয়ার করার মধ্যেও একটা স্বাবলম্বীতা রয়েছে। ইট সঙ্গীর আপনার প্রতি বিশ্বাস বেড়ে যাবে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

সম্পর্কের ভিত বিশ্বাস, কীভাবে গড়ে তুলবেন

প্রকাশের সময় : ০২:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১

লাইফস্টাইল ডেস্ক ## মানুষ সামাজিক জীব। যে কোনো প্রকারেই সে এক থাকতে পারে না। আর এই সঙ্গে থাকার চাহিদা থেকেই সে একের পর এক সম্পর্কে জড়ায়। অনেকের মধ্যেই সম্পর্কে বিশ্বাস-অবিশ্বাসের একটা গোপন খেলা চলতে থাকে। সেটা একেবারেই ভুল। সম্পর্কে বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক বেঁচে থেকেও লাভ নেই কোনো। সেটাকে বাড়তে দিলেই মুশকিল আসে একের পর এক। অনেকে হয়ত চিন্তা করতে থাকেন যে কী করে তিনি বুঝবেন যে অন্য মানুষটি তার বিশ্বাস ভাঙবে কী না। একটা সূক্ষ্ম লাইন রয়েছে বিশ্বাস ও সন্দেহের মধ্যে। আপনাকে সেই লাইনটাই নিয়ন্ত্রণ করতে হবে।

আপনি আপনার পছন্দের মানুষটির সাথে সবে একটা সম্পর্কে এগিয়েছেন। আপনারা ভালো স্বপ্ন দেখছেন কিন্তু একটা প্রশ্ন বারবার দুজনকেই নাড়া দেবে যে সামনের মানুষটি কতটা খাঁটি? সেখানে কিন্তু আপনারও একটা বড় কর্তব্য থেকে যায় নিজের বিশ্বাসের জায়গাটা নিজে তৈরি করার ব্যাপারে। কিছু ছোট ব্যাপার মাথায় রাখুন আপনারা। তাহলেই সম্পর্ক নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে বসতে হবে না।

১. খোলাখুলিভাবে কথা বলুন দুজন দুজনের সঙ্গে। আপনারা একে অপরকে “মি টাইম”- এর ব্যাপারে বোঝান। অন্যের সঙ্গে সঙ্গীর তুলনা করা বন্ধ করুন। পার্টনারকে দোষারোপ করবেন না সব ব্যাপারে।

২. সমস্যার সমাধান আপনারা একসাথে করুন এবং ঝগড়া হলে একে অন্যকে ক্ষমা করে দেওয়ার বিষয়টি ভাবুন।

৩. নিয়মিত কথাবার্তা বজায় রাখুন নিজেদের মধ্যে। নিজেদের ভালো লাগা বা খারাপ লাগাগুলি সরাসরি বলুন একে অপরকে যাতে পরে সেটা নিয়ে সমস্যা না হয়।

৪. একে অন্যের কথা মন দিয়ে শোনার অভ্যেস করুন। সঙ্গীর ব্যাপারে অন্য কেউ কোনো খারাপ কথা বললে বা অভিযোগ করলে সেটাকেই সত্যি বলে ভেবে নেবেন না।

৫. একে অপরকে দেওয়া কথা রাখতে শিখুন। যে কথা রাখতে পারবেন না সেটা নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না।

৬. বিল শেয়ার করার মধ্যেও একটা স্বাবলম্বীতা রয়েছে। ইট সঙ্গীর আপনার প্রতি বিশ্বাস বেড়ে যাবে।