শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত

আতাউর রহমান,সাতক্ষীরা ব্যুরো ## সাতক্ষীরা পৌর নির্বাচনে ২৫ হাজার ৮৮ হাজার ভোট পেয়ে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাজকিন আহমেদ চিশতি দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট।

কঠোর নিরাপত্তায় ভোট গ্রহণ শেষে রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর সাতক্ষীরা পৌরসভা নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী অন্য তিন মেয়র প্রার্থীর মধ্যে নৌকার নাসেরুল হক পেয়েছেন ১৩ হাজার ৫০ ভোট, জগ প্রতীকের নুরুল হুদা পেয়েছেন ২ হাজার ৮৮৮ ভোট ও হাতপাখা প্রতীকের মুস্তাফিজ-উর-রউফ পেয়েছেন এক হাজার ৬৭৯ ভোট।

প্রসঙ্গত, নির্বাচনে ভোট পড়েছে ৬২ দশমিক ৮৪ শতাংশ।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

সাতক্ষীরায় ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত

প্রকাশের সময় : ০৪:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১

আতাউর রহমান,সাতক্ষীরা ব্যুরো ## সাতক্ষীরা পৌর নির্বাচনে ২৫ হাজার ৮৮ হাজার ভোট পেয়ে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাজকিন আহমেদ চিশতি দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট।

কঠোর নিরাপত্তায় ভোট গ্রহণ শেষে রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর সাতক্ষীরা পৌরসভা নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী অন্য তিন মেয়র প্রার্থীর মধ্যে নৌকার নাসেরুল হক পেয়েছেন ১৩ হাজার ৫০ ভোট, জগ প্রতীকের নুরুল হুদা পেয়েছেন ২ হাজার ৮৮৮ ভোট ও হাতপাখা প্রতীকের মুস্তাফিজ-উর-রউফ পেয়েছেন এক হাজার ৬৭৯ ভোট।

প্রসঙ্গত, নির্বাচনে ভোট পড়েছে ৬২ দশমিক ৮৪ শতাংশ।