শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অবৈধ পথে আসা ভারতীয় গরু উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তবর্তী এলাকায় গরু চোরাকারবারির বাড়ি থেকে অবৈধ পথে আসা প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা দামের পাঁচটি ভারতীয় বড় গরু উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১২ জুলাই) রাতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সীমান্তবর্তী মালকাডাঙ্গা এলাকার চোরাকারবারির মামুনের বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বাসিন্দা মামুন দীর্ঘদিন ধরে গরু চোরাকারবারির সাথে জড়িত। রোববার (১১ জুলাই) রাতে মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতীয় গরু বাংলাদেশে আনে চোরাকারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে মামুনের বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় গরুগুলো উদ্ধার করা হয়।

এ সময় অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুন ও তার বড় ভাই ডালিম বাড়ি থেকে পালিয়ে যায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, ৫টি ভারতীয় বড় গরু উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। গরুগুলো বর্তমানে বোদা থানার হেফাজতে রয়েছে। গরু চোরাকারবারি ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অবৈধ পথে আসা ভারতীয় গরু উদ্ধার

প্রকাশের সময় : ১১:৪০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তবর্তী এলাকায় গরু চোরাকারবারির বাড়ি থেকে অবৈধ পথে আসা প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা দামের পাঁচটি ভারতীয় বড় গরু উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১২ জুলাই) রাতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সীমান্তবর্তী মালকাডাঙ্গা এলাকার চোরাকারবারির মামুনের বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বাসিন্দা মামুন দীর্ঘদিন ধরে গরু চোরাকারবারির সাথে জড়িত। রোববার (১১ জুলাই) রাতে মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতীয় গরু বাংলাদেশে আনে চোরাকারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে মামুনের বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় গরুগুলো উদ্ধার করা হয়।

এ সময় অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুন ও তার বড় ভাই ডালিম বাড়ি থেকে পালিয়ে যায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, ৫টি ভারতীয় বড় গরু উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। গরুগুলো বর্তমানে বোদা থানার হেফাজতে রয়েছে। গরু চোরাকারবারি ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।