বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আবারও দাম বাড়ল এলপি গ্যাসের

সংগৃহীত

বার্তাকণ্ঠ ডেস্ক ।।

বার গ্রাহক পর্যায়ে এলপি গাাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে এলপিজি মুসকসহ প্রতি কেজি ১০৪ টাকা ৯২ পয়সা থেকে বাড়িয়ে ১০৯ টাকা ৪২ পয়সা করা হয়েছে। এর ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৯ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩১৩ টাকা করা হয়েছে। অর্থাৎ সিলিন্ডার প্রতি ৫৪ টাকা দাম বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিইআরসির দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে আজ থেকেই কার্যকর হবে এই নতুন দাম।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাসাবাড়িতে ব্যবহৃত এলপিজির দাম প্রতি কেজি ১০১ টাকা ৬৮ পয়সা থেকে বাড়িয়ে ১০৬ টাকা ১৯ পয়সা করা হয়েছে।

একইসঙ্গে বেড়েছে পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের দামও। নভেম্বর মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৮ ‍টাকা ৬৮ পয়সা থেকে বাড়িয়ে ৬১ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়। লিটারে বেড়েছে প্রায় ২ টাকা ৫০ পয়সা; যা অক্টোবরে বেড়েছিল ৮ টাকা ১২ পয়সা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাজধানীর কাওরান বাজারে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, অক্টোবরে এলপিজি মুসকসহ প্রতি কেজি ৮৬ টাকা ৭ পয়সা থেকে বাড়িয়ে ১০৪ টাকা ৯২ পয়সা করেছিল বিইআরসি। এর ফলে ১২ কেজির সিলিন্ডারের দাম অক্টোবর মাসে এক হাজার ৩৩ টাকা থেকে বেড়ে এক হাজার ২৫৯ টাকা হয়।

 বার্তাকণ্ঠ/এন

আবারও দাম বাড়ল এলপি গ্যাসের

প্রকাশের সময় : ০৫:৫৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১

বার্তাকণ্ঠ ডেস্ক ।।

বার গ্রাহক পর্যায়ে এলপি গাাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে এলপিজি মুসকসহ প্রতি কেজি ১০৪ টাকা ৯২ পয়সা থেকে বাড়িয়ে ১০৯ টাকা ৪২ পয়সা করা হয়েছে। এর ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৯ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩১৩ টাকা করা হয়েছে। অর্থাৎ সিলিন্ডার প্রতি ৫৪ টাকা দাম বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিইআরসির দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে আজ থেকেই কার্যকর হবে এই নতুন দাম।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাসাবাড়িতে ব্যবহৃত এলপিজির দাম প্রতি কেজি ১০১ টাকা ৬৮ পয়সা থেকে বাড়িয়ে ১০৬ টাকা ১৯ পয়সা করা হয়েছে।

একইসঙ্গে বেড়েছে পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের দামও। নভেম্বর মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৮ ‍টাকা ৬৮ পয়সা থেকে বাড়িয়ে ৬১ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়। লিটারে বেড়েছে প্রায় ২ টাকা ৫০ পয়সা; যা অক্টোবরে বেড়েছিল ৮ টাকা ১২ পয়সা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাজধানীর কাওরান বাজারে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, অক্টোবরে এলপিজি মুসকসহ প্রতি কেজি ৮৬ টাকা ৭ পয়সা থেকে বাড়িয়ে ১০৪ টাকা ৯২ পয়সা করেছিল বিইআরসি। এর ফলে ১২ কেজির সিলিন্ডারের দাম অক্টোবর মাসে এক হাজার ৩৩ টাকা থেকে বেড়ে এক হাজার ২৫৯ টাকা হয়।

 বার্তাকণ্ঠ/এন