বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কোপা আমেরিকা টুর্নামেন্টে মেসিই সেরা

স্পোর্টস ডেস্ক ।। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে জেতা ট্রফিতে উপচে পড়ছে মেসির ঘর। ব্যক্তিগত সব অর্জনের স্মারকগুলো রাখার জায়গা নেই আর।

রোববার মারাকানায় কোপা আমেরিকার ফাইনাল শেষে সব অপবাদ পুড়িয়ে ছাই করলেন মেসি। চুমু খেলেন কোপার শিরোপায়।

শুধু তাই নয়, হয়েছেন টুর্নামেন্ট সেরাও। মেসির মূলত খেয়াল ছিল দলীয় শিরোপার দিকে। নিজের অজর্ন নিয়ে মাথা ঘামাচ্ছেন না গত কয়েকদিন আগে বলেছিলেন।

তবে দলকে কাঙ্ক্ষিত শিরোপা এনে দিতে গোটা আসর জুড়ে দুর্দান্ত পারফর্ম করলেন মেসি। ভাঙলেন বেশ কয়েকটি রেকর্ড। গোল করলেন ৪টি। তার এসিস্টে গোল হলো পাঁচটি। দুর্দান্ত অধিনায়কত্ব করলেন। দলকে সংগঠিত রাখলেন। গোটা ম্যাচে অনেকগুলো ফ্রি-কিকের মধ্যে সফল হয়েছেন মেসি একাই। ফ্রি-কিক থেকে দুটো গোল করলেন।

সব মিলিয়ে এবারের কোপা আমেরিকা যেন বসেছিল মেসির জন্যই। তাই দলীয় শিরোপায় চুমু খাওয়ার পাশাপাশি টুর্নামেন্ট সেরার ট্রফিটাও বগলদাবা করলেন মেসি।

কোপা আমেরিকা টুর্নামেন্টে মেসিই সেরা

প্রকাশের সময় : ১০:০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১

স্পোর্টস ডেস্ক ।। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে জেতা ট্রফিতে উপচে পড়ছে মেসির ঘর। ব্যক্তিগত সব অর্জনের স্মারকগুলো রাখার জায়গা নেই আর।

রোববার মারাকানায় কোপা আমেরিকার ফাইনাল শেষে সব অপবাদ পুড়িয়ে ছাই করলেন মেসি। চুমু খেলেন কোপার শিরোপায়।

শুধু তাই নয়, হয়েছেন টুর্নামেন্ট সেরাও। মেসির মূলত খেয়াল ছিল দলীয় শিরোপার দিকে। নিজের অজর্ন নিয়ে মাথা ঘামাচ্ছেন না গত কয়েকদিন আগে বলেছিলেন।

তবে দলকে কাঙ্ক্ষিত শিরোপা এনে দিতে গোটা আসর জুড়ে দুর্দান্ত পারফর্ম করলেন মেসি। ভাঙলেন বেশ কয়েকটি রেকর্ড। গোল করলেন ৪টি। তার এসিস্টে গোল হলো পাঁচটি। দুর্দান্ত অধিনায়কত্ব করলেন। দলকে সংগঠিত রাখলেন। গোটা ম্যাচে অনেকগুলো ফ্রি-কিকের মধ্যে সফল হয়েছেন মেসি একাই। ফ্রি-কিক থেকে দুটো গোল করলেন।

সব মিলিয়ে এবারের কোপা আমেরিকা যেন বসেছিল মেসির জন্যই। তাই দলীয় শিরোপায় চুমু খাওয়ার পাশাপাশি টুর্নামেন্ট সেরার ট্রফিটাও বগলদাবা করলেন মেসি।