মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মীর মোশাররফ হোসেনের ১৭৪ তম জন্মবার্ষিকী আজ

রাজবাড়ী প্রতিনিধি।। 
কালজ্বয়ী উপন্যাস “বিষাদ সিন্ধু”র রচয়িতা মীর মোশাররফ হোসেনের ১৭৪তম জন্মবার্ষিকী আজ ১৩ নভেম্বর।
 ঊনবিংশ শতাব্দির সর্বশ্রেষ্ট মুসলিম সাহিত্যিক “বিষাদ সিন্ধু’র” অমর লেখক মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বরে কুষ্টিয়া জেলা শহরের তিন মাইল পূর্বে গড়াই ব্রীজর নিকটস্থ লাহিনীপাড়া গ্রামের  মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে।
তিনি ১৯১১ সালর ১৯ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যু বরন করেন। পদমদীতে তাকে সমাহিত করা হয়। তার স্মতি রক্ষার্থে পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র নির্মাণ করা হয়।
মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রের দায়িত্বে থাকা বাংলা একাডমির প্রাগ্রাম অফিসার শেখ ফয়সাল আমিন বলেন, আধুনিক বাংলা গদ্য সাহিত্যর প্রথম মুসলিম রূপকার, কালজ্বয়ী বিষাদসিন্ধুর রচয়িতা ও মীর মশাররফ হোসেনের ১৭৪তম জন্মবার্ষিকী ১৩ নভেম্বর। দিবসটি উপলক্ষে বাংলা একাডমী, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, মীর মশাররফ হোসেন কলেজসহ স্থানীয় বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠন পদমদীত তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পন, মিলাদ মাহফিল, আলোচনা সভার কর্মসূচী গ্রহণ করেছে।
বার্তাকণ্ঠ /এন
জনপ্রিয়

মীর মোশাররফ হোসেনের ১৭৪ তম জন্মবার্ষিকী আজ

প্রকাশের সময় : ০৮:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
রাজবাড়ী প্রতিনিধি।। 
কালজ্বয়ী উপন্যাস “বিষাদ সিন্ধু”র রচয়িতা মীর মোশাররফ হোসেনের ১৭৪তম জন্মবার্ষিকী আজ ১৩ নভেম্বর।
 ঊনবিংশ শতাব্দির সর্বশ্রেষ্ট মুসলিম সাহিত্যিক “বিষাদ সিন্ধু’র” অমর লেখক মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বরে কুষ্টিয়া জেলা শহরের তিন মাইল পূর্বে গড়াই ব্রীজর নিকটস্থ লাহিনীপাড়া গ্রামের  মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে।
তিনি ১৯১১ সালর ১৯ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যু বরন করেন। পদমদীতে তাকে সমাহিত করা হয়। তার স্মতি রক্ষার্থে পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র নির্মাণ করা হয়।
মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রের দায়িত্বে থাকা বাংলা একাডমির প্রাগ্রাম অফিসার শেখ ফয়সাল আমিন বলেন, আধুনিক বাংলা গদ্য সাহিত্যর প্রথম মুসলিম রূপকার, কালজ্বয়ী বিষাদসিন্ধুর রচয়িতা ও মীর মশাররফ হোসেনের ১৭৪তম জন্মবার্ষিকী ১৩ নভেম্বর। দিবসটি উপলক্ষে বাংলা একাডমী, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, মীর মশাররফ হোসেন কলেজসহ স্থানীয় বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠন পদমদীত তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পন, মিলাদ মাহফিল, আলোচনা সভার কর্মসূচী গ্রহণ করেছে।
বার্তাকণ্ঠ /এন