শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মেঝেতে স্ত্রী, আড়ায় ঝুলছে স্বামীর লাশ

নেত্রকোনা প্রতিনিধি ।।

নেত্রকোনায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ অক্টোবর) ভোরে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।

জানা গেছে, মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালি গ্রামে নান্দু মীরের বাড়িতে ছাগল নিয়ে আসেন পাশের গ্রামের এক ব্যক্তি। তিনি ঘরের দরজা লাগানো দেখে ডাকাডাকি করতে থাকেন। এক পর্যায়ে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের দরজা খুলে দেখতে পান নান্দু মীর ও তার স্ত্রী হিয়া আক্তারের মরদেহ। পরে প্রতিবেশীরা পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশীরা জানান, ঘরের দরজা খুলে দেখা যায় নান্দু মীরের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল। আর হিয়া আক্তারের মরদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে।

নেত্রকোনা পুলিশ সুপার (এসপি) মো. আকবর আলী মুনসী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করতে পারেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

মেঝেতে স্ত্রী, আড়ায় ঝুলছে স্বামীর লাশ

প্রকাশের সময় : ১২:১৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১

নেত্রকোনা প্রতিনিধি ।।

নেত্রকোনায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ অক্টোবর) ভোরে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।

জানা গেছে, মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালি গ্রামে নান্দু মীরের বাড়িতে ছাগল নিয়ে আসেন পাশের গ্রামের এক ব্যক্তি। তিনি ঘরের দরজা লাগানো দেখে ডাকাডাকি করতে থাকেন। এক পর্যায়ে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের দরজা খুলে দেখতে পান নান্দু মীর ও তার স্ত্রী হিয়া আক্তারের মরদেহ। পরে প্রতিবেশীরা পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশীরা জানান, ঘরের দরজা খুলে দেখা যায় নান্দু মীরের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল। আর হিয়া আক্তারের মরদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে।

নেত্রকোনা পুলিশ সুপার (এসপি) মো. আকবর আলী মুনসী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করতে পারেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।