বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

যশোরে ভূমিহীন ১০০ পরিবারকে জমিসহ ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী

যশোর ব্যুরো ## যশোরের ভূমিহীন আরো ১০০ পরিবারকে জমিসহ ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আাগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন থেকে উপকারভোগী পরিবারের কাছে নবনির্মিত এসব ঘর হস্তান্তর করবেন তিনি। এই নিয়ে যশোরে ভূমি ও গৃহহীন এক হাজার ১৭৩টি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পাচ্ছেন।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ সায়েমুজ্জামান জানিয়েছেন, রবিবার যশোরের সদর উপজেলায় পাঁচটি, বাঘারপাড়ায় ২১টি, ঝিকরগাছায় ১৪টি, চৌগাছায় ১০টি, মণিরামপুরে ২৫টি, অভয়নগরে আটটি, কেশবপুরে পাঁচটি এবং শার্শায় ১২টি পরিবার ঘর উপহার পাচ্ছে। হস্তান্তরযোগ্য এই ১০০ ঘরের নির্মাণ, ভূমি বন্দোবস্ত, কবুলিয়ত দলিল রেজিস্ট্রি ও নামজারি ইতোমধ্যে শেষ হয়েছে।

তিনি আরো জানান, নির্মিত প্রতিটি ঘরে দুইটি কক্ষ, একটি বারান্দা, একটি টয়লেট এবং একটি রান্নাঘর সংযোজিত আছে। দৃষ্টিনন্দন এসব ঘর ইটের দেয়াল ও গাঁথুনি এবং রঙিন টিনের ছাউনিবিশিষ্ট। এক লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে প্রতিটি ঘর নির্মাণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে এসব ঘর নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজে উন্নতমানের নির্মাণ সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য ছিল সবার ঘর থাকবে। তিনি বলেছিলেন, ‘আমার দেশের প্রতি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে – এই হচ্ছে আমার স্বপ্ন’। এ লক্ষ্যে তিনি অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা নিশ্চিতকরণের বিষয়টি সংবিধানের ১৫ (ক) অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করেন। বঙ্গবন্ধু যুদ্ধ-বিদ্ধস্ত দেশকে পুনর্গঠনের লক্ষ্যে ১৯৭২ সালে ঘরহীন মানুষের ঘর নির্মাণের নির্দেশ প্রদান করেন। তার নির্দেশেই শুরু হয়েছিলো গৃহহীন পুনর্বাসন কার্যক্রম। মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের জমি ও ঘরহীন পরিবারকে জমিসহ ঘর দেয়ার কার্যক্রম চলছে।

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীন ২য় পর্যায়ে সারাদেশে ৫৩ হাজার ৩৪০টি ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর দেয়া হবে। এর আগে গত জানুয়ারিতে সারাদেশে ৬৯ হাজার ৯০৪টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যশোরে ভূমিহীন ১০০ পরিবারকে জমিসহ ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০৮:০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১

যশোর ব্যুরো ## যশোরের ভূমিহীন আরো ১০০ পরিবারকে জমিসহ ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আাগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন থেকে উপকারভোগী পরিবারের কাছে নবনির্মিত এসব ঘর হস্তান্তর করবেন তিনি। এই নিয়ে যশোরে ভূমি ও গৃহহীন এক হাজার ১৭৩টি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পাচ্ছেন।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ সায়েমুজ্জামান জানিয়েছেন, রবিবার যশোরের সদর উপজেলায় পাঁচটি, বাঘারপাড়ায় ২১টি, ঝিকরগাছায় ১৪টি, চৌগাছায় ১০টি, মণিরামপুরে ২৫টি, অভয়নগরে আটটি, কেশবপুরে পাঁচটি এবং শার্শায় ১২টি পরিবার ঘর উপহার পাচ্ছে। হস্তান্তরযোগ্য এই ১০০ ঘরের নির্মাণ, ভূমি বন্দোবস্ত, কবুলিয়ত দলিল রেজিস্ট্রি ও নামজারি ইতোমধ্যে শেষ হয়েছে।

তিনি আরো জানান, নির্মিত প্রতিটি ঘরে দুইটি কক্ষ, একটি বারান্দা, একটি টয়লেট এবং একটি রান্নাঘর সংযোজিত আছে। দৃষ্টিনন্দন এসব ঘর ইটের দেয়াল ও গাঁথুনি এবং রঙিন টিনের ছাউনিবিশিষ্ট। এক লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে প্রতিটি ঘর নির্মাণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে এসব ঘর নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজে উন্নতমানের নির্মাণ সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য ছিল সবার ঘর থাকবে। তিনি বলেছিলেন, ‘আমার দেশের প্রতি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে – এই হচ্ছে আমার স্বপ্ন’। এ লক্ষ্যে তিনি অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা নিশ্চিতকরণের বিষয়টি সংবিধানের ১৫ (ক) অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করেন। বঙ্গবন্ধু যুদ্ধ-বিদ্ধস্ত দেশকে পুনর্গঠনের লক্ষ্যে ১৯৭২ সালে ঘরহীন মানুষের ঘর নির্মাণের নির্দেশ প্রদান করেন। তার নির্দেশেই শুরু হয়েছিলো গৃহহীন পুনর্বাসন কার্যক্রম। মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের জমি ও ঘরহীন পরিবারকে জমিসহ ঘর দেয়ার কার্যক্রম চলছে।

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীন ২য় পর্যায়ে সারাদেশে ৫৩ হাজার ৩৪০টি ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর দেয়া হবে। এর আগে গত জানুয়ারিতে সারাদেশে ৬৯ হাজার ৯০৪টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।