শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রওশন এরশাদ জাপার চেয়ারম্যান হতে আগ্রহী নন

স্টাফ রিপোর্টার ।।

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন।বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির সঙ্গে ফোনালাপে তিনি এ অভিমত ব্যক্ত করেন। গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে দল সঠিকভাবে চলছে বলেও তিনি মনে করেন।

সেই সঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান হিসাবে তার সফলতা কামনা করেছেন। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরও বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অপরদিকে, জাতীয় পার্টির যুগ্মমহাসচিব রাহাগির আল মাহি শাদ এরশাদ দুপুরেই গোলাম মোহাম্মদ কাদেরকে ফোন করে বলেছেন, ‘বাবার মৃত্যু বার্ষিকীর দোয়ায় শরিক হতে সকালে প্রেসিডেন্ট পার্কে গিয়েছিলেন। এর বাইরে আমি কোন কিছুর সঙ্গে সম্পৃক্ত নই।

ইসরায়েল ক্ষুদ্রাতিক্ষুদ্র আক্রমণ’ও চালায়,তার জবাব হবে কঠোর-ইরানের প্রেসিডেন্ট

রওশন এরশাদ জাপার চেয়ারম্যান হতে আগ্রহী নন

প্রকাশের সময় : ০৩:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১

স্টাফ রিপোর্টার ।।

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন।বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির সঙ্গে ফোনালাপে তিনি এ অভিমত ব্যক্ত করেন। গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে দল সঠিকভাবে চলছে বলেও তিনি মনে করেন।

সেই সঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান হিসাবে তার সফলতা কামনা করেছেন। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরও বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অপরদিকে, জাতীয় পার্টির যুগ্মমহাসচিব রাহাগির আল মাহি শাদ এরশাদ দুপুরেই গোলাম মোহাম্মদ কাদেরকে ফোন করে বলেছেন, ‘বাবার মৃত্যু বার্ষিকীর দোয়ায় শরিক হতে সকালে প্রেসিডেন্ট পার্কে গিয়েছিলেন। এর বাইরে আমি কোন কিছুর সঙ্গে সম্পৃক্ত নই।