শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে দেখা মিললো সতেরো মাথার এক বিস্ময়কর খেজুর গাছ 

মেহেদী হাসান রাজু, রাজবাড়ী।।
রাজবাড়ীতে দেখা মিললো সতেরো মাথার এক ব্যতিক্রমী খেজুর গাছ। শুনতে অবাক হলেও বাস্তব।
জেলা শহরের পৌরসভার  ধুঞ্চি পুদ্দার চালা  এলাকার এ খেজুর গাছটি জন্মেছে।
গাছের প্রতিটি মাথা সমান উচ্চতা  হওয়ার কারনে বোঝার উপায় নাই কোনটি মাথা কোনটি কান্ড।
স্থানীয়রা জানায়, জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ গাছটি দেখতে ভিড় জমান।
স্থানীয় ব্যবসায়ী সুমন শেখ জানান, আমার বয়স ছত্তিশ বছর চলছে।জন্মের পর থেকেই দেখছি অনেক গুলো মাথা নিয়ে বেড়ে উঠেছে গাছটি। এই গাছে ফল আসে না। কেউ রসও বের করে না। খেজুর গাছটি দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে।ফোনে ছবি তোলে। অনেকে আবার ভয়ে গাছটির দিকে তাকায়ও না। গাছটির মালিক কবির হোসেন।
দর্শনার্থী সুজন চিশতি বললে,গাছটির কথা শুনে আমি অবাক হয়েছি তাই নিজ চোখে দেখার জন্য এসেছি। এধরনের গাছ সচরাচর দেখা যায় না।
রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এস এম সহীদ নূর আকবর জানান, একটি গাছের একাধিক মাথা অনেক গুলো কারনে হতে পারে। এর মধ্যে হরমোনজনিত কারনে এক বীজপত্রি উদ্ভিদে একাধিক শাখা-প্রশাখা হতে পারে।

রাজবাড়ীতে দেখা মিললো সতেরো মাথার এক বিস্ময়কর খেজুর গাছ 

প্রকাশের সময় : ০৯:৩৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
মেহেদী হাসান রাজু, রাজবাড়ী।।
রাজবাড়ীতে দেখা মিললো সতেরো মাথার এক ব্যতিক্রমী খেজুর গাছ। শুনতে অবাক হলেও বাস্তব।
জেলা শহরের পৌরসভার  ধুঞ্চি পুদ্দার চালা  এলাকার এ খেজুর গাছটি জন্মেছে।
গাছের প্রতিটি মাথা সমান উচ্চতা  হওয়ার কারনে বোঝার উপায় নাই কোনটি মাথা কোনটি কান্ড।
স্থানীয়রা জানায়, জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ গাছটি দেখতে ভিড় জমান।
স্থানীয় ব্যবসায়ী সুমন শেখ জানান, আমার বয়স ছত্তিশ বছর চলছে।জন্মের পর থেকেই দেখছি অনেক গুলো মাথা নিয়ে বেড়ে উঠেছে গাছটি। এই গাছে ফল আসে না। কেউ রসও বের করে না। খেজুর গাছটি দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে।ফোনে ছবি তোলে। অনেকে আবার ভয়ে গাছটির দিকে তাকায়ও না। গাছটির মালিক কবির হোসেন।
দর্শনার্থী সুজন চিশতি বললে,গাছটির কথা শুনে আমি অবাক হয়েছি তাই নিজ চোখে দেখার জন্য এসেছি। এধরনের গাছ সচরাচর দেখা যায় না।
রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এস এম সহীদ নূর আকবর জানান, একটি গাছের একাধিক মাথা অনেক গুলো কারনে হতে পারে। এর মধ্যে হরমোনজনিত কারনে এক বীজপত্রি উদ্ভিদে একাধিক শাখা-প্রশাখা হতে পারে।