শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রোদ কি সত্যিই করোনা প্রতিরোধ করতে পারে ?

বার্তাকন্ঠ ডেস্ক ##

দিন কয়েক আগেই এক বিজেপি জননেত্রীর বক্তব্য ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কী বলেছিলেন তিনি! তাঁর বক্তব্য, রোদে থাকলে করোনা আক্রান্ত হওয়ার কোনও সম্ভাবনা নেই। এমনকি রোদের মধ্যে থাকলে মাস্ক না পরলেও চলে। তাঁর মতো এমন ধারণা আরও বহু সাধারণ মানুষের। ২০২০ সালের পরে, নতুন বছরে যখন করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে, তারপরও মাস্ক ছাড়া রাস্তাঘাটে ঘোরাফেরা করতে দেখা যায় অনেককে। কিন্তু সত্যিই কি রোদে থাকলে করোনা ভাইরাসের সংক্রমণের হার কম থাকে! ইংল্যান্ডের কয়েকজন গবেষক জানাচ্ছেন, রোদ কোভিড আক্রান্তের মৃত্যুর হার কমাতে সাহায্য করবে। কীভাবে? গবেষকরা জানাচ্ছেন, সূর্যরশ্মির অতিবেগুনি রশ্মি এ এবং ইউভি-এ কারও শরীরে প্রবেশ করলে, কোভিডকে সামলানোর ক্ষমতা তাঁদের আপনা থেকেই তৈরি হয়ে যায়। খতিয়ে দেখতে, নানা দেশে তাঁরা গবেষণাও করেছেন। একরকম ডায়েট, জীবনযাপনের ধরন এক হওয়া সত্ত্বেও রোদের মধ্যে থাকা সময় অনুযায়ী কোভিডের প্রভাবের তারতম্য তাঁরা লক্ষ্য করেছেন। গবেষকরা জানাচ্ছেন, ইউভি-সি এক কাজ করতে সক্ষম। কিন্তু মানুষের ত্বক ভেদ করে শরীরে এটি প্রবেশ করতে সবসময় পারে না। তাই রোদে থাকলে করোনা আক্রান্ত হলেও মৃত্যুর হার কমতে পারে বলে জানাচ্ছেন তাঁরা। রোদ সংক্রমণের হার কমাতে পারে কি না, এই নিয়ে কোনও সুস্পষ্ট বক্তব্য তাঁরা রাখেননি। তবে জানিয়েছেন, সংক্রমণ রুখতে মাস্ক পরা আবশ্যিক।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

রোদ কি সত্যিই করোনা প্রতিরোধ করতে পারে ?

প্রকাশের সময় : ০৬:১৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১

বার্তাকন্ঠ ডেস্ক ##

দিন কয়েক আগেই এক বিজেপি জননেত্রীর বক্তব্য ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কী বলেছিলেন তিনি! তাঁর বক্তব্য, রোদে থাকলে করোনা আক্রান্ত হওয়ার কোনও সম্ভাবনা নেই। এমনকি রোদের মধ্যে থাকলে মাস্ক না পরলেও চলে। তাঁর মতো এমন ধারণা আরও বহু সাধারণ মানুষের। ২০২০ সালের পরে, নতুন বছরে যখন করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে, তারপরও মাস্ক ছাড়া রাস্তাঘাটে ঘোরাফেরা করতে দেখা যায় অনেককে। কিন্তু সত্যিই কি রোদে থাকলে করোনা ভাইরাসের সংক্রমণের হার কম থাকে! ইংল্যান্ডের কয়েকজন গবেষক জানাচ্ছেন, রোদ কোভিড আক্রান্তের মৃত্যুর হার কমাতে সাহায্য করবে। কীভাবে? গবেষকরা জানাচ্ছেন, সূর্যরশ্মির অতিবেগুনি রশ্মি এ এবং ইউভি-এ কারও শরীরে প্রবেশ করলে, কোভিডকে সামলানোর ক্ষমতা তাঁদের আপনা থেকেই তৈরি হয়ে যায়। খতিয়ে দেখতে, নানা দেশে তাঁরা গবেষণাও করেছেন। একরকম ডায়েট, জীবনযাপনের ধরন এক হওয়া সত্ত্বেও রোদের মধ্যে থাকা সময় অনুযায়ী কোভিডের প্রভাবের তারতম্য তাঁরা লক্ষ্য করেছেন। গবেষকরা জানাচ্ছেন, ইউভি-সি এক কাজ করতে সক্ষম। কিন্তু মানুষের ত্বক ভেদ করে শরীরে এটি প্রবেশ করতে সবসময় পারে না। তাই রোদে থাকলে করোনা আক্রান্ত হলেও মৃত্যুর হার কমতে পারে বলে জানাচ্ছেন তাঁরা। রোদ সংক্রমণের হার কমাতে পারে কি না, এই নিয়ে কোনও সুস্পষ্ট বক্তব্য তাঁরা রাখেননি। তবে জানিয়েছেন, সংক্রমণ রুখতে মাস্ক পরা আবশ্যিক।