বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শক্তিশালী এন্ডিবডি তৈরী করে দুধে

বার্তাকন্ঠ ডেস্ক।। গোটা দেশ করোনা মহামারিতে আক্রান্ত। দ্বিতীয় ওয়েভে দেশে আক্রান্ত হচ্ছে দৈনিক ৪ লাখ মানুষ।  কিন্তু গত বছর প্রথমে যে দেশে প্রথম কোভিড আক্রান্তের খোঁজ মিলে.।. বলা হচ্ছে দুধ শরীরে প্রোটিনের পরিমাণ বাড়ায়। দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ২০২০ সালে চিনের সংসদেও এই দুধের বিষয় কথা হয়েছিল।

সরকার থেকেসাংহাই হাসপাতালের সংক্রামক রোগ বিভাগের বিখ্যাত ডাক্তার ঝাং ওয়েনহং ​​সংক্রমণের প্রাথমিক পর্যায়ে চীনের পিতামাতাদের একটি বিশেষ পরামর্শ দিয়েছেন। চিনের অনেক সামাজিক মাধ্যমে বিষয়টি ঘিরে খুব বিতর্ক সৃষ্টি হয়েছিল। অনেকেই এই যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। চিনে ব্রেকফাস্ট প্রোরিজ খাবার বেশি চলে। তাই সেখানে দুধ ব্যবহার ঘিরে প্রশ্ন উঠছিল। অনেকের মতে প্রোরিজের মতো খাবারেও প্রোটিন রয়েছে।

চিন সরকার ২০২৫ সালের মধ্যে ৪৫০ লক্ষ টন দুধ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা এখন পর্যন্ত উৎপাদনের চেয়ে ৩০ গুণ বেশি। চিনে গরুর যত্নের ক্ষেত্রেও সজাগ। চিনের অনেকেই সোশ্যাল মিডিয়ায় দুধ পান করার অভ্যাসটি প্রচার করছেন। একটি পৃথক গ্রুপ গঠন করা হয়েছে। লোকেরা তাদের প্রিয় ব্র্যান্ড এবং দুধ থেকে বিভিন্ন খাদ্য তৈরী হয়।  গবেষণায় প্রমাণিত হয়েছে যে দুধ পুষ্টিতে সমৃদ্ধ। কিছু বিশেষজ্ঞ বলেছেন যে প্রাণীগুলিতে একটি নির্দিষ্ট ধরণের অ্যান্টিবডি পাওয়া যায়, দুধ পান করলে শক্তিশালী  এন্টিবডি পাওয়া যাবে। সুত্র:- আজতাক বাংলা

যশোরে বায়েজিদ হত্যা মামলার আরও ২ আসামি গ্রেপ্তার

শক্তিশালী এন্ডিবডি তৈরী করে দুধে

প্রকাশের সময় : ০৫:৩৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১

বার্তাকন্ঠ ডেস্ক।। গোটা দেশ করোনা মহামারিতে আক্রান্ত। দ্বিতীয় ওয়েভে দেশে আক্রান্ত হচ্ছে দৈনিক ৪ লাখ মানুষ।  কিন্তু গত বছর প্রথমে যে দেশে প্রথম কোভিড আক্রান্তের খোঁজ মিলে.।. বলা হচ্ছে দুধ শরীরে প্রোটিনের পরিমাণ বাড়ায়। দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ২০২০ সালে চিনের সংসদেও এই দুধের বিষয় কথা হয়েছিল।

সরকার থেকেসাংহাই হাসপাতালের সংক্রামক রোগ বিভাগের বিখ্যাত ডাক্তার ঝাং ওয়েনহং ​​সংক্রমণের প্রাথমিক পর্যায়ে চীনের পিতামাতাদের একটি বিশেষ পরামর্শ দিয়েছেন। চিনের অনেক সামাজিক মাধ্যমে বিষয়টি ঘিরে খুব বিতর্ক সৃষ্টি হয়েছিল। অনেকেই এই যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। চিনে ব্রেকফাস্ট প্রোরিজ খাবার বেশি চলে। তাই সেখানে দুধ ব্যবহার ঘিরে প্রশ্ন উঠছিল। অনেকের মতে প্রোরিজের মতো খাবারেও প্রোটিন রয়েছে।

চিন সরকার ২০২৫ সালের মধ্যে ৪৫০ লক্ষ টন দুধ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা এখন পর্যন্ত উৎপাদনের চেয়ে ৩০ গুণ বেশি। চিনে গরুর যত্নের ক্ষেত্রেও সজাগ। চিনের অনেকেই সোশ্যাল মিডিয়ায় দুধ পান করার অভ্যাসটি প্রচার করছেন। একটি পৃথক গ্রুপ গঠন করা হয়েছে। লোকেরা তাদের প্রিয় ব্র্যান্ড এবং দুধ থেকে বিভিন্ন খাদ্য তৈরী হয়।  গবেষণায় প্রমাণিত হয়েছে যে দুধ পুষ্টিতে সমৃদ্ধ। কিছু বিশেষজ্ঞ বলেছেন যে প্রাণীগুলিতে একটি নির্দিষ্ট ধরণের অ্যান্টিবডি পাওয়া যায়, দুধ পান করলে শক্তিশালী  এন্টিবডি পাওয়া যাবে। সুত্র:- আজতাক বাংলা