শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষককে কান ধরে উঠবসের অভিযোগ: ওসিকে স্ট্যান্ড রিলিজ

শাহজালাল সম্রাট ## ফরিদপুরের মধুখালীর কোড়কদি এলাকায় এক শিক্ষককে কান ধরে উঠবস করানোর অভিযোগ ওঠায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামকে স্ট্যান্ড-রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করা হয়েছে। এ আদেশের পর মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১২টার পর তিনি এলাকা ছাড়েন।
মধুখালী থানার উপ-পরিদর্শক চম্পক বড়ুয়া জানান, সকালে ঢাকা পুলিশ রেঞ্জে সংযুক্ত হওয়ার আদেশ পাওয়ার পরপরই দুপুরে থানা ত্যাগ করেন ওসি আমিনুল।
২০১৯ সালের ২১ নভেম্বর মধুখালী থানায় ওসি হিসেবে যোগ দেন আমিনুল ইসলাম। তিনি মধুখালী থানার আবাসিক বাসায় একাই বসবাস করতেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে ওসি আমিনুলকে ঢাকা রেঞ্জ অফিসে তাৎক্ষণিক সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তার সত্য-মিথ্যা খতিয়ে দেখা হচ্ছে। সর্বশেষ এক শিক্ষককে কান ধরে দাঁড় করিয়ে রাখার মতো গুরুতর অভিযোগ এসেছে। এসব অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
সম্প্রতি ওসি আমিনুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে, মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের ওই স্কুলশিক্ষকের ছেলে প্রেম করে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে তাকে (স্কুলশিক্ষক) থানায় ডেকে এনে পেটানো হয়। একপর্যায়ে তাকে কান ধরিয়ে উঠবস করানো হয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

ইসরায়েল ক্ষুদ্রাতিক্ষুদ্র আক্রমণ’ও চালায়,তার জবাব হবে কঠোর-ইরানের প্রেসিডেন্ট

শিক্ষককে কান ধরে উঠবসের অভিযোগ: ওসিকে স্ট্যান্ড রিলিজ

প্রকাশের সময় : ১২:০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
শাহজালাল সম্রাট ## ফরিদপুরের মধুখালীর কোড়কদি এলাকায় এক শিক্ষককে কান ধরে উঠবস করানোর অভিযোগ ওঠায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামকে স্ট্যান্ড-রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করা হয়েছে। এ আদেশের পর মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১২টার পর তিনি এলাকা ছাড়েন।
মধুখালী থানার উপ-পরিদর্শক চম্পক বড়ুয়া জানান, সকালে ঢাকা পুলিশ রেঞ্জে সংযুক্ত হওয়ার আদেশ পাওয়ার পরপরই দুপুরে থানা ত্যাগ করেন ওসি আমিনুল।
২০১৯ সালের ২১ নভেম্বর মধুখালী থানায় ওসি হিসেবে যোগ দেন আমিনুল ইসলাম। তিনি মধুখালী থানার আবাসিক বাসায় একাই বসবাস করতেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে ওসি আমিনুলকে ঢাকা রেঞ্জ অফিসে তাৎক্ষণিক সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তার সত্য-মিথ্যা খতিয়ে দেখা হচ্ছে। সর্বশেষ এক শিক্ষককে কান ধরে দাঁড় করিয়ে রাখার মতো গুরুতর অভিযোগ এসেছে। এসব অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
সম্প্রতি ওসি আমিনুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে, মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের ওই স্কুলশিক্ষকের ছেলে প্রেম করে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে তাকে (স্কুলশিক্ষক) থানায় ডেকে এনে পেটানো হয়। একপর্যায়ে তাকে কান ধরিয়ে উঠবস করানো হয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।