বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী সহ ২ জনের নামে চার্জশিট

ঢাকা ব্যুরো।। ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলায় ‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ দুইজনের নামে চার্জশিট জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৩ নভেম্বর) সংবাদ মাধ্যমকে বিষিয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপ-পরিদর্শক মোতালেব হোসেন।

গত ২১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা রেজাউল করিম পুলিশ পরিদর্শক এ চার্জশিট দাখিল করেন। এতে অপর আসামি হলেন, মাহমুদুল হাসান ওরফে মুর্তজা।

জিআরও মোতালেব হোসেন বলেন, মামালর তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেছেন। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়া সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে বদলির আদেশ দিয়েছেন আদালত।

এই মামলায় আরও তিনজনের ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তার করতে না পারায় তাদের অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তারা হলেন- মোহাম্মদ আমজাদ, মো. তাওহীদ ইসলাম ও এইচ এম লোকমান হোসেন।

জানা গেছে, গত ৭ এপ্রিল সৈয়দ আদনান শান্ত নামে এক ব্যক্তি বাদী হয়ে মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ পাঁচজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মাওলানা রফিকুল ইসলাম মাদানী ইউটিউব এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। সাধারণ মানুষ এসব বক্তব্যের কারণে বিভ্রান্ত হচ্ছে। এতে করে তারা দেশের সম্পত্তির ক্ষতি করছে।

শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী সহ ২ জনের নামে চার্জশিট

প্রকাশের সময় : ০৬:৫৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১

ঢাকা ব্যুরো।। ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলায় ‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ দুইজনের নামে চার্জশিট জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৩ নভেম্বর) সংবাদ মাধ্যমকে বিষিয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপ-পরিদর্শক মোতালেব হোসেন।

গত ২১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা রেজাউল করিম পুলিশ পরিদর্শক এ চার্জশিট দাখিল করেন। এতে অপর আসামি হলেন, মাহমুদুল হাসান ওরফে মুর্তজা।

জিআরও মোতালেব হোসেন বলেন, মামালর তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেছেন। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়া সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে বদলির আদেশ দিয়েছেন আদালত।

এই মামলায় আরও তিনজনের ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তার করতে না পারায় তাদের অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তারা হলেন- মোহাম্মদ আমজাদ, মো. তাওহীদ ইসলাম ও এইচ এম লোকমান হোসেন।

জানা গেছে, গত ৭ এপ্রিল সৈয়দ আদনান শান্ত নামে এক ব্যক্তি বাদী হয়ে মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ পাঁচজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মাওলানা রফিকুল ইসলাম মাদানী ইউটিউব এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। সাধারণ মানুষ এসব বক্তব্যের কারণে বিভ্রান্ত হচ্ছে। এতে করে তারা দেশের সম্পত্তির ক্ষতি করছে।