শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সংখ্যালঘুদের ওপর হামলা, বিচারের দাবীতে মানববন্ধন জার্মানিতে

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক ।।

সাম্প্রতিক কালে বাংলাদেশজুড়ে সংখ্যালঘু ও হিন্দুদের উপর অত্যাচার বেড়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে জার্মানির মিউনিখের সর্বস্তরের প্রবাসীরা।

বুধবার মিউনিখ শহরের ঐতিহাসিক মারিয়ান প্লাটজের ঐতিহাসিক গির্জার সামনে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন শহরটিতে বসবাসরত সর্বস্তরের প্রবাসীরা।
বিক্ষোভে অংশ নিয়ে সর্বস্তরের প্রবাসীরা দেশে সাম্প্রতিক সময়ে অমানবিক সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করার দাবি জানান।
এ সময় তারা বলেন, রাষ্ট্রের নাকের ডগায় বসে ফেসবুক বা সামাজিক গণমাধ্যমে কিংবা কুটকৌশলে ধর্ম অবমাননার মিথ্যে ও বানোয়াট অজুহাত দেখিয়ে মৌলবাদী ও ধর্মান্ধরা রাজনৈতিক ছত্রছায়ায় বারবার দেশের সংখ্যালঘু ও হিন্দুদের ওপর অত্যাচার, লুটপাট, ধর্ষণ, কিংবা খুনের মতো অমানুষিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা বর্বরতাকেও হার মানায়। তাই এসব চিহ্নিত অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার না করলে আন্দোলন আরও জোরদার করার অঙ্গীকার করেন বক্তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে মৌলবাদের কোনো স্থান নেই। থাকতে পারে না।

 বার্তাকণ্ঠ/এন

সংখ্যালঘুদের ওপর হামলা, বিচারের দাবীতে মানববন্ধন জার্মানিতে

প্রকাশের সময় : ১২:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক ।।

সাম্প্রতিক কালে বাংলাদেশজুড়ে সংখ্যালঘু ও হিন্দুদের উপর অত্যাচার বেড়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে জার্মানির মিউনিখের সর্বস্তরের প্রবাসীরা।

বুধবার মিউনিখ শহরের ঐতিহাসিক মারিয়ান প্লাটজের ঐতিহাসিক গির্জার সামনে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন শহরটিতে বসবাসরত সর্বস্তরের প্রবাসীরা।
বিক্ষোভে অংশ নিয়ে সর্বস্তরের প্রবাসীরা দেশে সাম্প্রতিক সময়ে অমানবিক সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করার দাবি জানান।
এ সময় তারা বলেন, রাষ্ট্রের নাকের ডগায় বসে ফেসবুক বা সামাজিক গণমাধ্যমে কিংবা কুটকৌশলে ধর্ম অবমাননার মিথ্যে ও বানোয়াট অজুহাত দেখিয়ে মৌলবাদী ও ধর্মান্ধরা রাজনৈতিক ছত্রছায়ায় বারবার দেশের সংখ্যালঘু ও হিন্দুদের ওপর অত্যাচার, লুটপাট, ধর্ষণ, কিংবা খুনের মতো অমানুষিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা বর্বরতাকেও হার মানায়। তাই এসব চিহ্নিত অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার না করলে আন্দোলন আরও জোরদার করার অঙ্গীকার করেন বক্তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে মৌলবাদের কোনো স্থান নেই। থাকতে পারে না।

 বার্তাকণ্ঠ/এন