শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সরকার যতদামে টিকা কিনুক, জনগণকে বিনামূল্যে টিকা দেবে –প্রধানমন্ত্রী

ঢাকা ব্যুরো।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার যত দামে টিকা কিনুক না কেনো জনগণকে বিনামূল্যে টিকা দেয়া হবে। যেখান থেকেই যত দামে টিকা আমদানি করি না কেনো তা বিনামূল্যে আমরা সবাইকে দেবো, কোভিড টেস্টও ফ্রিতে করা হচ্ছে।

তিনি এসময় দেশবাসীকে চলমান লকডাউন মেনে চলার আহবান জানিয়ে বলেন, করোনা সংক্রমণ কমাতে লকডাউন মেনে ঘরে থাকুন, মাস্ক পরুন, প্রয়োজনে খাবার ঘরে ঘরে পৌঁছে যাবে।

শনিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে এ আহবান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, ইতোমধ্যে আজ শনিবার ভোরে চীনের সিনোফার্মের দুই মিলিয়ন এবং আমেরিকার মর্ডানার দুই দশমিক ৮৫ মিলিয়ন কোভিড-১৯ টিকা এসে পৌঁছেছে। এগুলো দ্রুত দেয়া শুরু হচ্ছে। আমরা ভারতের চেয়ে এসব টিকা আরো বেশি দামে কিনে আনলেও জনগণকে বিনামূল্যে টিকার ব্যবস্থা করবো বলে আশ্বস্ত করেন তিনি।

সবাইকে টিকার আওতায় আনা হবে, তবে বিদেশগামী শ্রমিকরা প্রথমে এ টিকার সুযোগ পাবেন, যাতে তাদের বিদেশে গিয়ে আর কোয়ারেন্টিনে না থাকতে হয় বলে জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, টিকার জন্য আমরা ৩৫ হাজার ২৩৬ কোটি টাকা রেখেছি। টাকার অভাব হবে না। চীন, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে টিকার জন্য আমরা যোগাযোগ রক্ষা করে চলেছি। দ্রুত টিকা আমদানি সম্ভব হবে, সবাইকে টিকার আওতায় বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা ভারতের সঙ্গে টিকা আমদানির চুক্তি করি, কিন্তু ভারতে সংক্রমণ অত্যাধিক বেড়ে গেলে তারা টিকা দিতে অপারগতা জানায়। ভারত টিকা দেয়া বন্ধ করে দিলে আমরা কিছু সমস্যায় পড়ি। তারপরে সরকার বিভিন্ন দেশের সঙ্গে টিকা আনতে চেষ্টার ফলশ্রুতিতে আজ ভোরে চীনের সিনোফার্মের দুই মিলিয়ন এবং আমেরিকার মর্ডানার ২.৮৫ মিলিয়ন টিকা এসে পৌঁছেছে।

সরকার যতদামে টিকা কিনুক, জনগণকে বিনামূল্যে টিকা দেবে –প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ১২:১৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১

ঢাকা ব্যুরো।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার যত দামে টিকা কিনুক না কেনো জনগণকে বিনামূল্যে টিকা দেয়া হবে। যেখান থেকেই যত দামে টিকা আমদানি করি না কেনো তা বিনামূল্যে আমরা সবাইকে দেবো, কোভিড টেস্টও ফ্রিতে করা হচ্ছে।

তিনি এসময় দেশবাসীকে চলমান লকডাউন মেনে চলার আহবান জানিয়ে বলেন, করোনা সংক্রমণ কমাতে লকডাউন মেনে ঘরে থাকুন, মাস্ক পরুন, প্রয়োজনে খাবার ঘরে ঘরে পৌঁছে যাবে।

শনিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে এ আহবান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, ইতোমধ্যে আজ শনিবার ভোরে চীনের সিনোফার্মের দুই মিলিয়ন এবং আমেরিকার মর্ডানার দুই দশমিক ৮৫ মিলিয়ন কোভিড-১৯ টিকা এসে পৌঁছেছে। এগুলো দ্রুত দেয়া শুরু হচ্ছে। আমরা ভারতের চেয়ে এসব টিকা আরো বেশি দামে কিনে আনলেও জনগণকে বিনামূল্যে টিকার ব্যবস্থা করবো বলে আশ্বস্ত করেন তিনি।

সবাইকে টিকার আওতায় আনা হবে, তবে বিদেশগামী শ্রমিকরা প্রথমে এ টিকার সুযোগ পাবেন, যাতে তাদের বিদেশে গিয়ে আর কোয়ারেন্টিনে না থাকতে হয় বলে জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, টিকার জন্য আমরা ৩৫ হাজার ২৩৬ কোটি টাকা রেখেছি। টাকার অভাব হবে না। চীন, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে টিকার জন্য আমরা যোগাযোগ রক্ষা করে চলেছি। দ্রুত টিকা আমদানি সম্ভব হবে, সবাইকে টিকার আওতায় বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা ভারতের সঙ্গে টিকা আমদানির চুক্তি করি, কিন্তু ভারতে সংক্রমণ অত্যাধিক বেড়ে গেলে তারা টিকা দিতে অপারগতা জানায়। ভারত টিকা দেয়া বন্ধ করে দিলে আমরা কিছু সমস্যায় পড়ি। তারপরে সরকার বিভিন্ন দেশের সঙ্গে টিকা আনতে চেষ্টার ফলশ্রুতিতে আজ ভোরে চীনের সিনোফার্মের দুই মিলিয়ন এবং আমেরিকার মর্ডানার ২.৮৫ মিলিয়ন টিকা এসে পৌঁছেছে।