শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

 হুবহু মানুষের মতো কথা বলে টিয়া পাখি, সোশ্যালে ভাইরাল 

বার্তাকণ্ঠ ডেস্ক ।।
পাখি যেমন বাড়িতে রেখে পোষা যায় আবার তেমনি তাকে বিভিন্নভাবে প্রশিক্ষণও দেওয়া যেতে পারে। সব পাখি অবশ্য প্রশিক্ষণ নেবার মতো হয়ে থাকে না। কিছু নির্দিষ্ট পাখি আছে যা পোষ মানে। ইন্ডিয়ান রিংনেট বা টিয়া নামে বেশি পরিচিত এই দেশীয় পাখিটি প্রশিক্ষনে খুবই সক্রিয়। পাখিটি চোখে দেখতে পায় না বা অন্ধ বলা যায়। তাকে যা শেখানো হয় সেটি সে খুব তারা তাড়ি শিখে নেয়। সম্প্রতি সেইরকমই একটি ভিডিও ভাইরাল হলো ইনস্টাগ্রামে। দুহাতে ধরে রেখে তাকে বলার চেষ্টা করা হচ্ছে এবং সাথে সাথে সে প্রশিক্ষণ মতো ‘পিকু পিকু ‘ মোট চারবার বলে উঠলো ।সম্ভবত পিকু বলেই ডাকা হয় এই টিয়াটিকে। লাল ঠোঁট ও আকাশি বর্ণের এই টিয়াটি পোষ মানতে খুবই সক্রিয়। গান, কথা সব কিছুই বলতে পারে প্রশিক্ষণের মতোই এই পাখি।
এই টিয়া ভারতীয় হলেও বর্তমানে স্থায়ী ঠিকানা মিয়ামী শহরে একটি পাখিপ্রেমী দম্পতির কাছে। ইনস্টাগ্রামে আরো ভিডিও আছে এর সেগুলিতেও বেশ গান ও কথা বলছে এই টিয়া বা ইন্ডিয়ান রিংনেট।
 বার্তাকণ্ঠ/এন

রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন সানিয়া মির্জা

 হুবহু মানুষের মতো কথা বলে টিয়া পাখি, সোশ্যালে ভাইরাল 

প্রকাশের সময় : ০৬:৪১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
বার্তাকণ্ঠ ডেস্ক ।।
পাখি যেমন বাড়িতে রেখে পোষা যায় আবার তেমনি তাকে বিভিন্নভাবে প্রশিক্ষণও দেওয়া যেতে পারে। সব পাখি অবশ্য প্রশিক্ষণ নেবার মতো হয়ে থাকে না। কিছু নির্দিষ্ট পাখি আছে যা পোষ মানে। ইন্ডিয়ান রিংনেট বা টিয়া নামে বেশি পরিচিত এই দেশীয় পাখিটি প্রশিক্ষনে খুবই সক্রিয়। পাখিটি চোখে দেখতে পায় না বা অন্ধ বলা যায়। তাকে যা শেখানো হয় সেটি সে খুব তারা তাড়ি শিখে নেয়। সম্প্রতি সেইরকমই একটি ভিডিও ভাইরাল হলো ইনস্টাগ্রামে। দুহাতে ধরে রেখে তাকে বলার চেষ্টা করা হচ্ছে এবং সাথে সাথে সে প্রশিক্ষণ মতো ‘পিকু পিকু ‘ মোট চারবার বলে উঠলো ।সম্ভবত পিকু বলেই ডাকা হয় এই টিয়াটিকে। লাল ঠোঁট ও আকাশি বর্ণের এই টিয়াটি পোষ মানতে খুবই সক্রিয়। গান, কথা সব কিছুই বলতে পারে প্রশিক্ষণের মতোই এই পাখি।
এই টিয়া ভারতীয় হলেও বর্তমানে স্থায়ী ঠিকানা মিয়ামী শহরে একটি পাখিপ্রেমী দম্পতির কাছে। ইনস্টাগ্রামে আরো ভিডিও আছে এর সেগুলিতেও বেশ গান ও কথা বলছে এই টিয়া বা ইন্ডিয়ান রিংনেট।
 বার্তাকণ্ঠ/এন