Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১মঙ্গলবার , ২ জুলাই ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

ভারতীয় দলের সমর্থনে আবারও খোলামেলা পুনম পাণ্ডে

বার্তাকন্ঠ
জুলাই ২, ২০১৯ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

কামাল হোসেন ।। 

চলতি বিশ্বকাপের শুরু থেকেই আলোচনায় পুনম পাণ্ডে। বিরাট কোহলিদের সমর্থনে নিয়মিত ম্যাচ দেখছেন ভারতীয় এই অভিনেত্রী। শুধু তাই নয়, দিচ্ছেন উৎসাহ এবং প্রতিশ্রুতিও।

ভারত-পাকিস্তান ম্যাচের আগেও আলোড়ন তুলেছিলেন পুনম। পাইলট অভিনন্দন বর্তমানকে নকল করে পাকিস্তানিদের বানানো বিজ্ঞাপনের জবাবে অন্তর্বাস খুলে দেখিয়েছিলেন ভারতীয় এই মডেল ও অভিনেত্রী। সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।এই যেমন, উইন্ডিজের বিপক্ষে জয়ের পর আরও একবার স্বমহিমায় এই মডেল। উইন্ডিজের বিপক্ষে জয়ের পর সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে নিজের আইডি থেকে একটি ভিডিও পোস্ট করেন পুনম। যেখানে বরাবরের মতো একেবারেই খোলামেলা ভঙ্গিতে দেখা যাচ্ছে ভারতীয় এই তারকাকে।

ওই ভিডিওতে উইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন পুনম। ভারতের উইন্ডিজ বধে তিনি এতটাই খুশি যে আবেগ চেপে রাখতে পারেননি। তাই খুশিতে আত্মহারা পুনম আবেগে উন্মুক্ত হন কিছুটা। চোখে-মুখে সেই ট্রেডমার্ক দুষ্টুমির ঝলক।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে দেশে নেই। নিজেই সেলফি ভিডিওতে দেখালেন স্কোর নামের এক শপিং মলের সামনে তিনি রয়েছেন। যদিও কোন দেশে এই শপিং মল, তা খোলসা করে তিনি কিছু জানাননি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।