ইদ্রিস আলী ।।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সেখানে যান তিনি।
দীর্ঘ দুই মাস ধরে সেখানে চিকিৎসাধীন এটিএম শামসুজ্জামান। ওবায়দুল কাদের শামসুজ্জামানের চিকিৎসার খোঁজখবর নেন।
১৫ জুন বিএসএমএমইউতে ভর্তি হন এটিএম শামসুজ্জামান। এর আগে ২৬ এপ্রিল অসুস্থ হলে তাকে প্রথমে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে আসা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।