ফিরোজ আহমেদ।।
আগামীকাল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। এখন পর্যন্ত ভিসা হয়েছে ৩০ হাজার হজযাত্রীর। ভিসা জটিলতা কাটেনি এখনও। জেদ্দাগামী হজযাত্রীরা প্রথমদিনই ঢাকায় সৌদি আরবের প্রি ইমিগ্রেশন সুবিধা পাবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
হজ ফ্লাইট চলবে ৫ আগস্ট পর্যন্ত। এছাড়া ১৭ আগস্ট থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হবে। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রমের উদ্বোধন করেন।
চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। তাদের মধ্যে সাত হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং এক লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করবেন।
চলতি বছর থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে হজযাত্রীদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। হজ ক্যাম্প থেকে জানানো হয়েছে, হজের কার্যক্রম আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।