Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শুক্রবার , ৫ জুলাই ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

যশোরে রাকেশ ঘোষ নামে পুলিশের এক ভূয়া এ এস পি আটক

বার্তাকন্ঠ
জুলাই ৫, ২০১৯ ৬:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

নজরুল ইসলাম ।। 

যশোর শহরের কালেক্টরেট চত্বর থেকে রাকেশ ঘোষ নামে পুলিশের এ এস পি পরিচয়দানকারি এক প্রতারককে আটক করেছে।

আটক রাকেশ চৌগাছা উপজেলার রহেলাপোতা গ্রামের সন্তোষ ঘোষের ছেলে। সে শহরের ঘোপ সেন্ট্রাল রোড বাইলেনের পিলুখান সড়কের জনৈক শেফালির বাড়ির ভাড়াটিয়া। দীর্ঘদিন ধরে রাকেশ পুলিশের এ এস পি পরিচয় দিয়ে শহর ও শহরতলীতে নীরিহ মানুষের সাথে প্রতারনা করে আসছিল।
কোতয়ালি থানার দারোগা এস আই শাহিদুজ্জামান জানান, রাকেশ শহরের খড়কির কামরুলের স্ত্রী শারমিনকে প্রায় উত্যক্ত করতো। বিভিন্ন সময় মোবাইল করে আপত্তিকর কথাবার্তা বলতো। কয়েকবার নিষেধ করেও রাকেশ শোনেনি। কামরুল এ বিষয়ে কোতয়ালি থানায় অভিযোগ করেন। এস আই শাহিদুল বৃহস্পতিবার বিকেলে ফোন করে পরিচয় জানতে চাইলে রাকেশ নিজেকে আইজিপির প্রটোকল অফিসার পরিচয় দিয়ে শাহিদুলের চাকরি খেয়ে ফেলার হুমকিহ দেয়। এঘটনায় এস আই শাহিদুলের সন্দেহ হয়। তিনি পুলিশ হেড কোয়াটারে খোজ নিয়ে জানতে পারেন এ নামে পুলিশের কোন এ এস পি নেই। এরপর রাকেশকে কালেক্টরেট চত্বর থেকে আটক করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।