প্রফেসর জিন্নাত আলী ।।
নেদারল্যান্ডসকে ২-০ গোলে হারিয়ে ফিফা মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো যুক্তরাষ্ট্র। এই নিয়ে চার বার তারা বিশ্বসেরার শিরোপা অর্জন করল।
ম্যাচে আগাগোড়া নিজেদের আধিপত্য বিস্তার করে সফল হয় যুক্তরাষ্ট্র । নেদারল্যান্ডসের তরফে একমাত্র বাধা তৈরিতে সক্ষম হয়েছেন তাদের গোলরক্ষক সারি ভ্যান ভিনেনডাল। প্রথমার্ধে অন্তত তিনটি অবধারিত গোলের হাত থেকে তিনি দলকে বাঁচিয়েছেন।
ম্যাচের ৬১ মিনিটে পেনাল্টি থেকে দুর্দান্ত ভলিতে আমেরিকাকে এগিয়ে দেন চৌত্রিশ বছরের মেগ্যান র্যাপিনো। ৬ গোল দিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি। ইংল্যান্ডের এলেন হোয়াইটের সঙ্গে যুগ্মভাবে এবার গোল্ডেন বুট খেতাবও জিতলেন র্যাপিনো। ৬৯ মিনিটের মাথায় একক চেষ্টায় গোল করেন রোজ ল্যাভেল।