নজরুল ইসলাম ।।
বেনাপোল সীমান্তে শিকরী বটতলা এলাকা থেকে মঙ্গলবার রাতে ১.১৬৯ কেজি স্বর্ণসহ নাজমুন (২৫)নামে এক পাচারকারীকে আটক করেছে। আটক পাচারকারী বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ারের ছেলে ।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবি’র ইন্টিলিজেন্স দল জানতে পারে যে, একজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমান সোনা সহ শিকড়ী বটতলা এলাকায় অবস্থান করছে । এমন ধরনের খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটর সাইকেলসহ আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেটে লুকায়িত রাখা ১.১৬৯ কেজি সোনা জব্দ করা হয়।
আটককৃত স্বর্ণের মূল্য ৫৩ লক্ষ টাকা বলে বিজিবি জানান। উল্লেখ্য যে, আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উক্ত স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত স্বর্ণের বার ও আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে রাতেই ।