মোঃ রাসেল ইসলাম : স্টাফ রিপোর্টার ।।
যশোরের শার্শার কায়বা ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কায়বা প্রাথমিক বিদ্যালয় চত্বরের এই সম্মেলনের উদ্ভোধন করেন কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
সম্মেলনে সর্বসম্মতি ক্রমে ৫১ সদস্য বিশিষ্ট কায়বা ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের কারযকরি কমিটি গঠন করা হয়।
স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু দাউদের সভাপতিত্বে এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান ফিরোজ আহম্মেদ, সাবেক সভাপতি শেখ শহিদুল ইসলাম, সহ-সভাপতি অহিদুজ্জাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মেম্বর, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম ময়না মেম্বর, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হবিবার রহমান, আওয়ামীলীগ নেতা শওকত আলী মোল্লা, নাসির উদ্দিন বৈদ্য, বদু মেম্বর, রফিকুল ইসলাম মেম্বর, ইউনিয়ন যুবলীগ নেতা শামীম, মাষ্টার আবুল কালাম, উপজেলা ছাত্রলীগ নেতা শিপলু ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলটন হাসানসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীগণ।