Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ১১ জুলাই ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

সলমন খানের প্রেমিকা সঙ্গীতার বাড়ি গিয়ে তাঁর জন্মদিন সেলিব্রেট করলেন

বার্তাকন্ঠ
জুলাই ১১, ২০১৯ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

নাজমা খাতুন।। 

মুম্বই: যত দিন যাচ্ছে, তত রসেবশে থাকছেন সলমন খান। আর এবার বর্তমান বান্ধবীকে বগলদাবা করে প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানির বাড়ি গিয়ে তাঁর জন্মদিন সেলিব্রেট করলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বলিউডের আরও জনাকয়েক পরিচিত মুখ।
সলমনের সঙ্গে ‘৮৬ থেকে প্রেম করতেন সঙ্গীতা। ‘৯৪ নাগাদ শোনা যায়, তাঁরা বিয়ে করতে চলেছেন, এমনকী বিয়ের কার্ড ছাপাও হয়ে যায়। কিন্তু সম্পর্ক ভেঙে যায় দুজনের। শোনা যায়, পাকিস্তানি অভিনেত্রী সোমি আলির সঙ্গে সলমনের মাখামাখি সঙ্গীতা ভাল চোখে দেখেননি। বিচ্ছেদের পর তিনি জড়িয়ে পড়েন সে সময়ের ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে। তাঁকে বিয়েও করেন, ২০১০-এ বিচ্ছেদ হয়ে যায়। এর মধ্যে সলমনের সঙ্গে তাঁর ভাঙা সম্পর্ক জোড়া লেগেছে, সাল্লুভাইয়ের ছবির প্রিমিয়ারই হোক বা বাড়ির অনুষ্ঠান, সঙ্গীতা হয়ে উঠেছেন নিয়মিত অতিথি। আর এবার সলমন তো খোদ তাঁর বাড়ি গিয়ে জন্মদিন উদযাপন করলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।