নুরুজ্জামান লিটন ।।
আগামী ১৭ জুলাই বেনাপোল-ঢাকা সরাসরি বিরতীহীন রেল সার্ভিস চলাচল’র শুভ উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ রেল সার্ভিসের উদ্ভোধন করবেন। প্রধানমন্ত্রী এ রেল সার্ভিসের নামকরন করেছেন “বেনাপোল এক্সপ্রেস”। পদ্মা সেতু চালু হলে আন্ত:দেশীয় মৈত্রী ট্রেনও ঢাকা থেকে ছেড়ে পদ্মাসেতু হয়ে বেনাপোল হয়ে কোলকাতা যাবে বলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামছুজ্জামান জানান।
রেল সার্ভিসের শুভ উদ্ভোধনকে সামনে রেখে আজ শনিবার দুপুরে বেনাপোল রেলওয়ে ষ্টেশন পরিদর্শন শেষে একথা বলেন বাংলাদেশ রেলওয়ে অধিদপ্তরের মহা পরিচালক।
পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেনাপোল উন্নয়ন পরিষদের সভাপতি মফিজুর রহমান সজন, বক্তব্য রাখেন, রেলওয়ের অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষ, রেলের পশ্চমাঞ্চলীয় জোনের জেনারেল ম্যানেজার সহিদুজ্জামান , অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মোহাম্মদ শওকত, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মনজু, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক আলহাজ্ব নুরুজ্জামান ও সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, বেনাপোল প্রেস কাবের সভাপতি মহসিন মিলন, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান প্রমুখ ও ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্সের বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিউর রহমান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho