রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে বিপুল পরিমান ভারতীয় আতশবাজি আটক করেছে বিজিবি

মিলন হোসেন : স্টাফ রিপোর্টার ।। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল রঘুনাথপুর ক্যাম্পের সদস্যরা শনিবার দুপুরে সীমান্তের বারপোতা পাকারাস্তা উপর হতে ভারত থেকে পাচার হয়ে আসা ২৪ হাজার ৭শ ৬৮ পিস ভারতীয় বুড়িমার বাজি ও স্যান্ডেল আটক করেছে। যার মূল্য প্রায় ১৩ লাখ টাকা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি ।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান.গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ভারতীয় বুড়িমার বাজি ও স্যান্ডেল এনে বারপোতা গ্রামের একটি পাকারাস্তার উপর অপেক্ষা করছে। এমন সংবাদে রঘুনাথপুর বিওপি’র একটি বিশেষ দল অধিনায়কের পরিকল্পনা অনুযায়ী নায়েক মোঃ জাহিদুল ইসলাম, নায়েক জিবরুল, ল্যানস নায়েক শহিদুল ইসলাম, ল্যানস নায়েক এনামুল,সিপাহী শরিফ ও ইব্রাহিম সেখানে অভিযান চালিয়ে ২৪ হাজার ৭শ ৬৮ পিস ভারতীয় বুড়িমার বাজি ও ১৮ জোড়া স্যান্ডেল আটক করেন। অপর দিকে আমড়াখালি বিজিবি চেকপোস্টের সদস্যরা শনিবার বিকালে চেকপোস্ট চেক পয়েন্ট ভারতীয় ইমিটেশন,জামারপুতি ও গোল্ডেন সুতা আটক করেছে যার মূল্য প্রায় ৪ লাখ টাকা । আটক মালামালের সব মোট ১৬ লাখ টাকার সিজার মুল্য ধরে বেনাপোল কাস্টম হাউজে জমা দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

বেনাপোল সীমান্তে বিপুল পরিমান ভারতীয় আতশবাজি আটক করেছে বিজিবি

প্রকাশের সময় : ০৭:০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯

মিলন হোসেন : স্টাফ রিপোর্টার ।। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল রঘুনাথপুর ক্যাম্পের সদস্যরা শনিবার দুপুরে সীমান্তের বারপোতা পাকারাস্তা উপর হতে ভারত থেকে পাচার হয়ে আসা ২৪ হাজার ৭শ ৬৮ পিস ভারতীয় বুড়িমার বাজি ও স্যান্ডেল আটক করেছে। যার মূল্য প্রায় ১৩ লাখ টাকা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি ।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান.গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ভারতীয় বুড়িমার বাজি ও স্যান্ডেল এনে বারপোতা গ্রামের একটি পাকারাস্তার উপর অপেক্ষা করছে। এমন সংবাদে রঘুনাথপুর বিওপি’র একটি বিশেষ দল অধিনায়কের পরিকল্পনা অনুযায়ী নায়েক মোঃ জাহিদুল ইসলাম, নায়েক জিবরুল, ল্যানস নায়েক শহিদুল ইসলাম, ল্যানস নায়েক এনামুল,সিপাহী শরিফ ও ইব্রাহিম সেখানে অভিযান চালিয়ে ২৪ হাজার ৭শ ৬৮ পিস ভারতীয় বুড়িমার বাজি ও ১৮ জোড়া স্যান্ডেল আটক করেন। অপর দিকে আমড়াখালি বিজিবি চেকপোস্টের সদস্যরা শনিবার বিকালে চেকপোস্ট চেক পয়েন্ট ভারতীয় ইমিটেশন,জামারপুতি ও গোল্ডেন সুতা আটক করেছে যার মূল্য প্রায় ৪ লাখ টাকা । আটক মালামালের সব মোট ১৬ লাখ টাকার সিজার মুল্য ধরে বেনাপোল কাস্টম হাউজে জমা দেওয়া হয়েছে।