ইদ্রিস আলী ।।
রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাহাড় ধসে দুইজন পথচারী নিহত হয়েছেন। শনিবার সকালে রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাউজানের নোয়াপাড়ার অতল বড়ুয়া ও কারীগর পাড়ার সুজয়া অং মারমা।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফ উদ্দিন জানান, ভারি বর্ষণের ফলে শনিবার সকালে রাইখালী-বাঙ্গালহালিয়া-রাজস্থলী-বান্দরবান প্রধান সড়কের কারীগর পাড়ায় একটি চলন্ত সিএনজি ও পথচারীর উপর হঠাৎ পাহাড় ধসে পড়ে।
এতে সিএনজি পার হয়ে গেলেও দুই পথচারী মাটি চাপা পড়ে। ঘটনার পর ফায়ার সার্ভিস সড়কে তাদের মরদেহ উদ্ধার করে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।