জহিরুল ইসলাম রিপন ।।
২৪৩তম স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা হয়েছে ৩৩ কোটি। ২৪২ বছর আগে ৪ জুলাই স্বাধীনতার দিন এ সংখ্যা ছিল মাত্র ২৫ লাখ। এ সময়ের ব্যবধানে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে ১৩০%।
১৭৭৬ সালের ৪ জুলাই স্বাধীনতা লাভের সময় যুক্তরাষ্ট্রের ১৩টি কলোনির বাসিন্দা ছিল ২৫ লাখ। বর্তমানে অঙ্গরাজ্যের সংখ্যা ৫০ এ উঠেছে। ইউএস সেনসাস ব্যুরো এ তথ্য প্রকাশ করেছে।
মার্কিন কংগ্রেসে গ্রিন কার্ড’র বিষয়ে একটি বিল পাশ হওয়ার কথা উঠেছে। অন্য দেশ থেকে আসা নাগরিকদের জন্য বছরে একলাখ ৪০ হাজার গ্রিন কার্ড ইস্যু করে আমেরিকা। কিন্তু, এই সংক্রান্ত আইন পাশ হয়ে গেলে সেই সংখ্যা বেড়ে যাবে। আইন পাশের মাধ্যমে অবসান ঘটবে দীর্ঘ প্রতীক্ষার।
সাধারণত: চাকরির জন্য যাঁরা আমেরিকায় পা রাখেন তাদের প্রথমত অস্থায়ী এইচ-১বি এবং এল ভিসা দেওয়া হয়। এর পরেই গ্রিন কার্ড পেতে পেতে এক দশকেরও বেশি সময় অপেক্ষা করতে হয়। ভারত সহ কিছু দেশ থেকে প্রত্যেক বছর ব্যাপক হারে লোক আমেরিকায় সমাগম জমানই এর মূল কারণ।