Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১রবিবার , ১৪ জুলাই ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

শাহরুখ খানকে উপদেশ দিলেন শচীন টেন্ডুলকার

বার্তাকন্ঠ
জুলাই ১৪, ২০১৯ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

নাজমা খাতুন ।। 

দীর্ঘ ২৭ বছর আগে মুক্তি পেয়েছিলো শাহরুখ খান অভিনীত প্রথম সিনেমা ‘দিওয়ানা’। এই ছবির সফলতা তাকে এগিয়ে নিয়েছে এতো দূর। সাম্প্রতি শাহরুখ খান টুইটারে পোস্ট করেছেন তার সুপার বাইকের ছবি। ভক্তদের সঙ্গে কিছু কথাও শেয়ার করেছেন এই সুপারস্টার।

শচীন লিখেছেন, ‘ডিয়ার বাজিগর, ডোন্ট চাক ডি হেলমেট। ওয়্যার ওয়ান হোয়েন অন আ বাইক জব তক হ্যায় জান। কনগ্র্যাচুলেশনস অন কমপ্লিটিং টোয়েন্টি সেভেন ইয়ার্স! সি ইউ সুন, মাই ফ্রেন্ড।’

হেলমেট পরা নিয়ে শচীনের এই গুরুত্বপূর্ণ টুইটের জবাবও দিয়ে শাহরুখ খান বলেন, ‘হেলমেট পরে অন ড্রাইভ, অফ ড্রাইভ, স্ট্রেইট ড্রাইভ করা আপনার থেকে ভালো আর কে শেখাবে আমাকে! আমি আমার নাতি-নাতনিদের জানাবো, আমি গ্রেট শচীনের থেকে ড্রাইভিং লেসনস পেয়েছি। ফিশ কারিতে শিগগিরই দেখা হবে আমাদের, ধন্যবাদ’।

এরপর শচীন লেখেন, ‘নিশ্চয় শাহরুখ, বিশ্বকাপের পরে ডিনানের আয়োজন করতে হবে। সুহানার গ্র্যাজুয়েশন এবং ভারতের জয় উপলক্ষ্যে একসঙ্গে পার্টি করবো।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।