
তানজীর মহসিন ।।
আগামী ১৭ জুলাই বেনাপোল-ঢাকা সরাসরি বিরতীহীন রেল সার্ভিস চলাচল’র শুভ উদ্ভোধন উপলক্ষে আজ রোববার রাতে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন মিলনায়তনে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজনের সভাপতিত্বে অনুষ্ঠান সফল ও প্রানবন্ত করে তোলার ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল,সাধারন সম্পাদক আলহাজ্ব নাছির উদ্দিন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খাইরুজ্জামান মধু, পৌর বিএনপির সাধারন সম্পাদক শাহাবউদ্দিন, বেনাপাল বাজার কমিটির সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান, সাধারন সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি কামাল হোসেন, সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি মজিবুর রহমান, ব্যবসায়ী আকবর হোসেন, ফারুক হোসেন উজ্জল প্রমুখ। সভায় আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও বাস্তহারা লীগের নেতৃবৃন্দ সহ বিভিণ্ন সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের দিন বেনাপোলকে সাজানো হবে বর্ণিল সাজে।সড়কের বিভ্ন্নি স্থানে তোরন নির্মান, ফ্লাগ ও প্লাকার্ড দিয়ে প্রধান সড়ক সজ্জিত করা হবে।
প্রধান অতিখি বলেন বেনাপোল -ঢাকা এক্সপ্রেস ট্রেন বেনাপোল বাসীর জন্য একটি ঐতিহাসিক বিজয়। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরীর প্রতি কৃতঞতা প্রকাশ করে বলেন, দলমত নির্বিশেষে আমরা ১৭ জুলাইকে স্মরনীয় করে রাখতে চাই।
উল্লেখ্য ১৭ জুলাই গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে “বেনাপোল এক্সপ্রেস”রেল সার্ভিসের উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।