Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১সোমবার , ১৫ জুলাই ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

বেনাপোল বন্দর দিয়ে দু দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ

বার্তাকন্ঠ
জুলাই ১৫, ২০১৯ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

সম্রাট আকবর ।।
ভারতের ট্রাক মালিক সমিতি ও ট্রান্সপোর্ট মালিক সমিতির ডাকা ৮ ঘন্টা ধর্মঘটের ফলে স্থবির হয়ে পড়েছে দু’দেশের মধ্যে আমদনি রফতানি বানিজ্য। বেনাপোল বন্দরে বিরাজমান বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল সেদেশের বিভিণ্ন সংগঠনের মাঝে।

বেশ ক’টি আল্টিমেটাম দেয়ার পর আজ সকাল থেকে অনির্দিস্টকালের জণ্য দু দেশের মধ্যে বন্ধ করে দেয় আমদানি রফতানি বানিজ্য। ফলে বন্ধ হয়ে যায় আমদানি রফতানি বানিজ্যিক সকল কাজকর্ম।এর আগে বেনাপোল হাউসে দুপুরের দিকে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কাস্টমস এর অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম।বক্তব্য রাখেন, যুগ্ন কমিশনার শহিদুল ইসলাম, সহকারী কমিশনার উওম চাকমা, এসোসিয়েশন’র সাবেক সভাপতি আলাহজ্ব শামসুর রহমান, খাইরুজ্জামান মধূ, আলহাজ্ব মহসিন মিলন। সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি মুজিবর রহমান, সাধারন সম্পাদক নাছির উদ্দিন।

তবে বেনাপোল বন্দরে কাজকর্ম ছিল স্বভাবিক। সকাল থেকে মালামাল ওঠা নামা ও খালাশ হয়েছে।
ভারতীয় ট্রাক ড্রাইভার অসিত বিশ্বাস বলেন, আমদানি পন্য নিয়ে বাংলাদেশে প্রবেশের পর বেনাপোল বন্দরে বিভিন্ন সংগঠনের কাছে নানান ভাবে হয়রানী হতে হয় তারা বকসিস এর নামে জোর করে টাকা আদায় করে । এ সব সমস্যা সমাধান না হলে কোন পন্য বাহি ট্রাক বাংলাদেশে যাবে না বলে বাংলাদেশী ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়েছে ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।