যশোর ব্যুরো ।।
যশোরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা থেকে ইভটিজিং রোধে কঠোর অবস্থানে থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভা থেকে এই নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন শিকদার, পিপি (পাবলিক প্রসিকিউটর) রফিকুল ইসলাম পিটু, ডেপুটি সিভিল সার্জন ডা. হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। সভা থেকে ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি মাদক, চোরাচালান, চুরি, ডাকাতির মতো ঘটনা যাতে না ঘটে সেজন্য সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়।