
বিশ্বকাপ অভিযান শেষ করে খুব একটা বিশ্রামের সময় পেলেন না জাতীয় দলের ক্রিকেটাররা। আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু না হলেও এরই মধ্যে অনেক খেলোয়াড় অনুশীলন শুরু করে দিয়েছেন। কারণ, এই মাসেই তিন ওয়ানডের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল।
যেহেতু বেশিরভাগ ক্রিকেটার এখন বিভিন্ন দলের সঙ্গে ব্যস্ত আছেন, তাই এবারের শ্রীলঙ্কা সফরের দলে নতুন মুখদের দেখতে পাওয়ার সম্ভাবনা কম বলে বলেন আকরাম, ‘কাল বা পরশুর মধ্যে আমরা স্কোয়াড দিয়ে দিব। সম্ভবত কালকেই স্কোয়াড দিব। আমরা পরিকল্পনা করেছি ১৪ জন পাঠাবো। হয়তো একজন বাড়তে পারে। অন্য ক্রিকেটাররা অন্য জায়গায় ব্যস্ত আছে। জানেন ভারতে ‘এ’ দল আছে। আফগানিস্তানের সঙ্গেও খেলছে কেউ কেউ।’
আকরাম নিশ্চিত করেছেন যে, এই দলে সাকিব ও লিটন থাকছেন না। এই দুই জন ছাড়া আর কোনো পরিবর্তনের সম্ভাবনাও তিনি দেখতে পাচ্ছেন না, ‘আমার মনে হয় না বেশি ক্রিকেটার ডাকা দরকার আছে। ১৩-১৪ জন হবে। সবাই হয়তো একসঙ্গে যাবে। কেউ ভারত থেকে যেতে পারে। এটা ঠিক করছি আমরা দুই-তিন দিনের মধ্যে। সাকিব হজে যাচ্ছে। এছাড়া লিটনের বিয়ে অনেক আগেই ঠিক হয়েছে। এই দুইজন ছাড়া সবাই যাচ্ছে। ওদের আমরা মিস করব।’
আকরাম খান জানালেন, এর মধ্যে ইনজুরি থেকে সেরে উঠেছেন মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ। ফলে তারা দুই জনই শ্রীলঙ্কা সফরে যাবেন, ‘সাকিব আর লিটনের জায়গায় দুই জনকে তো আমাদের নিতেই হচ্ছে। এছাড়া মাহমুদুল্লাহ রিকভারি করে ফেলছে। মাশরাফিও রিকভারি করে ফেলছে। যারা ভালো করছে এবং ঐ পজিশনে যারা আছে, তাদের আমরা নেওয়ার চিন্তা-ভাবনা করছি।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho