আব্দুল লতিফ ।।
কয়েক মাসের অচলাবস্থার পর গত জুনে ডিমিলিটারাইজড জোনে এক আকস্মিক বৈঠকে সংলাপ পুনরায় শুরু করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্মত হওয়ার পর ওই আলোচনার ব্যাপারে উত্তর কোরিয়ার পক্ষ থেকে দেয়া এটি ছিল প্রথম বিবৃতি।
উত্তর কোরিয়ার এমন বিবৃতির জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ভিয়েতনামে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এক সম্মেলনে এবং পরে গত ৩০ জুন উত্তর কোরিয়ার ট্রাম্পের আকস্মিক সফর চলাকালে কিম ও ট্রাম্পের করা প্রতিশ্রুতি বজায় রাখার ব্যাপারে তারা আশাবাদী।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নারী মুখপাত্র মোর্গান ওর্তেগাস সাংবাদিকদের বলেন, অবশ্যই আমরা যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে ফের আলোচনা শুরু করার অপেক্ষায় রয়েছি। আমরা সর্বদা আলোচনার ব্যাপারে আশাবাদী। সুতরাং আমরা কিম ও ট্রাম্পের প্রতিশ্রুতি বিষয়ে আগাতে পারি।
উল্লেখ্য, গত বছর সিঙ্গাপুরে কিমের সঙ্গে ট্রাম্পের যুগান্তকারী প্রথম সম্মেলনের সুবাদে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অংশগ্রহণে যৌথ সামরিক মহড়া সংক্ষিপ্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho