যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম বলেছেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। গণমাধ্যমকর্মীদের জন্য আকাশে কালো মেঘ ভাসছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সাইফুল আলম বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভ্যানগার্ড হল গণমাধ্যম। গণমাধ্যম দুর্বল হয়ে গেলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়বে। রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোর বিষয়টি উপলব্ধি করা প্রয়োজন। পাশাপাশি গণমাধ্যমকে শক্তিশালী করে তুলতে এবং শক্তিশালী রাখতে সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমাদের বস্তুনিষ্ঠ, ন্যায়নিষ্ঠ, দেশ ও জনগণের কল্যাণে সাংবাদিকতা করে এগিয়ে যেতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশের অগ্রযাত্রা আরও বেগবান করতে হবে।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি বলেন, একজন সাংবাদিককে পরিশ্রমী হতে হবে। খণ্ডকালীন নয়, সার্বক্ষণিক সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। মেধা, মনন ও সততার অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
সাইফুল আলম বলেন, গণমাধ্যমে যদি আর্থিক স্বাচ্ছন্দ্য না থাকে তাহলে সে গণমাধ্যম গণমুখী হয় না। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কঠিন হয়ে পড়ে। বিষয়টি সংশ্লিষ্টদের অনুধাবন করা প্রয়োজন।
সাংবাদিকদের এমন মিলনমেলা দেখে এ সাংবাদিক নেতা বলেন, আজ চারদিকে শুধু বিভক্তি। এর মধ্যে চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে ঐক্যবদ্ধ সংবাদ সমাবেশ সত্যিই দৃষ্টান্তস্বরূপ। চাঁদপুরের সন্তান হিসেবে চাঁদপুর প্রেস ক্লাবে আসতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আয়োজকদের ধন্যবাদ জানান।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সহসভাপতি রহিম বাদশার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শরীফ চৌধুরী ও ইকবাল হোসেন পাটোয়ারী। জেলায় কর্মরত শতাধিক সংবাদকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাব নেতারা সাইফুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তাকে উত্তরীয় পরিয়ে দেন, হাতে তুলে দেন শুভেচ্ছা স্মারক।
বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাছির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাতের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক গিয়াসউদ্দিন মিলন, জিএম শাহিন, এএইচএম আহসান উল্লাহ, মোশারফ হোসেন লিটন প্রমুখ। সমাবেশের অন্যান্য পর্বে জেলা-উপজেলা পর্যায়ের সাংবাদিকরা আলোচনায় অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho