নজরুল ইসলাম ।।
যশোরের মনিরামপুর উপজেলার চিনাটোলা বাজার থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার -আল ইসলাম র দু’জন সদস্যকে বিপুল সংখ্যক উগ্রবাদী বই ও লিফলেট সহ আটক করেছে র্যাব সদস্যরা।
শনিবার বিকেলে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা এক প্রেস বিঞপ্তিতে জানান, গোপন সংবাদ আসে যে যশোর জেলার মনিরামপুর উপজেলার চিনাটোলা বাজার সংলগ্ন সৈয়দ মাহামুদপুর সাকিনস্থ মোঃ দেলোয়ার হোসেন’র বাড়ীতে কতিপয় আনসার-আল ইসলাম নামক নিষিদ্ধ জঙ্গী সংগঠনের সদস্যগন একটি গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি বিশেষ দল সাড়ে ৩ টায় সেখানে অভিযান চালিয়ে উপজেলার চিনাটোলা গ্রামের মোঃ আব্দুল গফুর’র ছেলে মোঃ রায়হান উদ্দিন ২০ ও একই গ্রামের মোঃ দেলোয়ার হোসেন এর ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক (১৯) কে বিপুল সংখ্যক উগ্রবাদী বই, লিফলেট, এই সংক্রান্তে সফট ও হার্ড কপি এবং তাদের কর্মপদ্ধতি সংক্রান্ত বিস্তারিত বিবরনী সহ গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসামীরা নিষিদ্ধ ঘোষিত আনসার-আল ইসলাম নামক সংগঠনের সদস্য।
র্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসপি শাহীনুর ইসলাম জানান গ্রেফকৃত আসামীদ্বয় মনিরামপুর থানার বিভিন্ন এলাকা হতে অর্থ/দাওয়াত ও সদস্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিল।এছাড়াও আসামীরা যশোর জেলার নেতৃ স্থানীয় ব্যক্তিবর্গের সাথে গোপন মিটিং করারও স্থান নির্ধারন করে ।
আটককৃতদের জিঞাসাবাদ শেষে মনিরামপুর থানায় সোপর্দ করা হযেছে। এ ঘটনায় একটি মামলা হযেছে থানায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho