শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

যশোরের শার্শায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা দুটি শিরোপাই জিতে নিয়েছে উলাশী প্রাথমিক বিদ্যালয়

শনিবার বিকালে শার্শা শ্যামলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ ফাইনাল খেলায় বঙ্গবন্ধু-বঙ্গমাতার দুটি শিরোপাই উলাশী প্রাথমিক বিদ্যালয়ের ঘরে। প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।

এ সময় তিনি বলেন, শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দুরে রাখে। খেলাধুলা সমাজের মানুষের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে। খেলাধুলা মন ও শরীরকে ভাল রাখে। সেই সাথে শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে ওঠে। আমাদের উচিৎ আমাদের ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী হতে উদ্বুদ্ধ করা।

এ খেলায় উপজেলার ১২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাসব্যাপী অনুষ্ঠিত খেলায় চূড়ান্ত পর্বে উলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে কাগজপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা অর্জন করে। অপরদিকে, মেয়েদের চূড়ান্ত পর্বে উলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পিকে রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা অর্জন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত চুড়ান্ত পর্বের খেলায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধক্ষ আলহাজ্ব ওয়াহিদুজ্জামান ওহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোহারাব হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, হাদীউজ্জামান, উপজেলা আওয়ামী বাস্তুহারালীগের সভাপতি আবুল হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।

 

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

যশোরের শার্শায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা দুটি শিরোপাই জিতে নিয়েছে উলাশী প্রাথমিক বিদ্যালয়

প্রকাশের সময় : ১১:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯

শনিবার বিকালে শার্শা শ্যামলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ ফাইনাল খেলায় বঙ্গবন্ধু-বঙ্গমাতার দুটি শিরোপাই উলাশী প্রাথমিক বিদ্যালয়ের ঘরে। প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।

এ সময় তিনি বলেন, শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দুরে রাখে। খেলাধুলা সমাজের মানুষের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে। খেলাধুলা মন ও শরীরকে ভাল রাখে। সেই সাথে শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে ওঠে। আমাদের উচিৎ আমাদের ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী হতে উদ্বুদ্ধ করা।

এ খেলায় উপজেলার ১২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাসব্যাপী অনুষ্ঠিত খেলায় চূড়ান্ত পর্বে উলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে কাগজপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা অর্জন করে। অপরদিকে, মেয়েদের চূড়ান্ত পর্বে উলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পিকে রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা অর্জন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত চুড়ান্ত পর্বের খেলায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধক্ষ আলহাজ্ব ওয়াহিদুজ্জামান ওহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোহারাব হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, হাদীউজ্জামান, উপজেলা আওয়ামী বাস্তুহারালীগের সভাপতি আবুল হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।