প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ১১:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০১৯, ৫:৫২ পি.এম
ভোক্তা অধিকার কর্তৃক অভিযান দুটি প্রতিষ্ঠানকে জরিমানা।
![]()
আব্দুস সামাদ আজাদ-- মৌলভীবাজার -ঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছ্ আজ রবিবার (২১ জুলাই ২০১৯ খ্রি:) সকাল ১০:০০ টা থেকে ১:০০ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন পুলিশ লাইনের পুলিশ ফোর্স। অভিযানকালে মিনা বাজারে অবস্থিত জালালাবাদ ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, সি আর পি রোডে অবস্থিত ফাহাদ ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, নিষিদ্ধ ঘোষিত খাদ্য পণ্য বিক্রয় করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন। এছাড়াও মহামান্য হাইকোর্টের নির্দেশনায় নিষিদ্ধ ঘোষিত খাদ্য পণ্য প্রত্যাহারমূলক কার্যক্রম অনুসারে ফাহাদ ভেরাইটিজ ষ্টোর এবং জালালাবাদ ষ্টোর থেকে বেশ কিছু খাদ্য পণ্য ধ্বংস করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho