নাজমা খাতুন ।।
জীবনের ৫৩ বসন্ত কেটে গেছে। কত নারীই হাতের তালু গড়িয়ে এলো গেলো। কত সুন্দরীই রূপের মুগ্ধতা ছড়ানো চোখের সামনে। তিন দশকের সফল ক্যারিয়ারে অনেক রমনীর সঙ্গেই নিজের নাম জড়িয়েছে। অনেক সময়ই অনেক গুঞ্জন বাতাসে ভেসেছে
কিন্তু গাঁটছড়াটা বাঁধা হলো না বলিউড সুপারস্টার সালমান খানের। কিন্তু হঠাৎ যদি কানে খবর আসে- বিয়ে করেছেন সল্লু ভাই, তাও আবার বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে- তখন কি খুব বেশি চমকে যাবেন? খবরটা চমকে যাওয়ার মতোই। ঘটনাও সত্যি! শেষ পর্যন্ত গোপনে বিয়েটা সেরেই ফেললেন সালমান! সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, বিয়ে করছেন সালমান। মালাবদল করছেন ক্যাটরিনার সঙ্গে। ভিডিওতে দেখা যাচ্ছে, নীল রঙের শেরওয়ানি পরেছেন সালমান খান। আর লাল রঙের শাড়ি ও মাথায় ফুলের মালা লাগানো অবস্থায় দেখা যাচ্ছে ক্যাটরিনাকে। দুজনেই একে অন্যের গলায় মালা পরিয়ে দিচ্ছেন। বিয়েতে উপস্থিত অতিথিরা দুজনের উপর ফুল ছুঁড়ছেন। আনন্দে হাততালি দিচ্ছেন।
তবে বিয়েটা বাস্তবে নয়, সম্প্রতি মুক্তি পাওয়া ‘ভারত’ ছবির একটি বিয়ের দৃশ্যে ক্যাটরিনার গলায় মালা পরিয়েছেন সালমান। দুজনের মালাবদল হয়েছে। এরইমধ্যে ‘ভারত’ ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছাড়িয়ে গেছে। বর্তমানে সোনাক্ষী সিনহার বিপরীতে ‘দাবাং থ্রি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন সালমান।