যশোর ব্যুরো ।।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৫ জুলাই খুলনায় বিএনপির বিভাগীয় মহাসমাবেশ সফলে ব্যাপক প্রচারণা অব্যাহত রেখেছে যশোর বিএনপি। মহাসমাবেশে এ অঞ্চল থেকে বিপুল সংখ্যক জনতার উপস্থিতি ঘটাতে দলটির জেলা ও উপজেলার নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন।
গতকাল সোমবার দিনভর লিফলেট বিতরণ, পথসভা, প্রস্তুতি সভাসহ বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তৃণমূল মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। ২৫ জুলাই বৃহস্পতিবার খুলনার শহীদ হাদিস পার্কে এ মহাসমাবেশে অনুষ্ঠিত হওয়ার দিনক্ষণ চূড়ান্ত রয়েছে। দলের হাইকমান্ড কর্তৃক কর্মসূচি নির্ধারণের পর থেকেই যশোরে বিএনপির নেতাকর্মীরা ব্যাপক তৎপর হয়ে পড়েন। জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম ও দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ কর্মসূচি সফলে প্রায় প্রতিদিনই একাধিক প্রস্তুতি সভায় মিলিত হন। এসব সভা থেকে সমাবেশে দলে দলে যোগ দিতে নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দেন নেতৃবৃন্দ।
সর্বশেষ গতকাল মঙ্গলবার নেতৃবৃন্দ মহাসমাবেশ নিয়ে সাধারণ মানুষের মাঝে জাগরণ সৃষ্টি করতে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা শুরু করেন। সকালে দড়াটানা মোড় হতে কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, আহবায়ক কমিটির সদস্য রফিকুর রহমান তোতন, গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান খান, আলহাজ আনিছুর রহমান মুকুল, মো. নুরুন্নবী, সিরাজুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্না, বর্তমান সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ শহরের এইচ এম এম রোড, কাপুড়িয়াপট্টি, বড়বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।শহরে লিফলেট বিতরণ শেষে বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত যান সদর উপজেলার চাঁচড়া ও পুলেরহাট এলাকায়। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিটি বাজারে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। তিনি দেশ ও গণতন্ত্র রক্ষার স্বার্থে ২৫ জুলাই খুলনার মহাসমাবেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে অংশ নেয়ার জন্য আহবান জানান। তীব্র খরতাপ আর দাবদাহের মধ্যেও তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সামিল হতে সাধারণ মানুষের প্রতি আহবান জানান। সাধারণ মানুষও তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। এ সময় সেখানে চাঁচড়া ও আরবপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে যশোর জেলা বিএনপি কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় তিনি অংশ নেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এদিকে বিকেলে শহরে যশোর নগর বিএনপির উদ্যোগে নেতাকর্মীরা খুলনার মহাসমাবেশ সফলের লক্ষ্যে প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন। এ কর্মসূচিতে নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ ছাড়াও জেলা বিএনপির কয়েকজন শীর্ষ নেতা অংশ নেন।